ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মুরাদনগরে শপথ নিলেন নব-নির্বাচিত ইউপি সদস্যরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২  

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নব-নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এদের মধ্যে চার জন সদস্য অনুপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, নব-নির্বাচিত সদস্য ২৫২ জন হলেও শপথ গ্রহণ করেছেন ২৪৮ জন সদস্য। চারজন সদস্য অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে শ্রীকাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জলিল মিয়া শপথ গ্রহণের দুই দিনেআগে (২৬ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া টনকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিনের বাবার নাম গেজেটে ভুল আসায় শপথ স্থগিত হয়, নবীপুর পশ্চিম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন ও পাহাড়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান হাবীব অনুপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ সিকদারসহ ২১টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে গত ৩১ জানুয়ারি মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টিতে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে মুরাদনগর সদর ইউনিয়নে নির্বাচন না হওয়ায় ২১টি ইউনিয়নে নির্বাাচন হয়। নির্বাচনে ২১ জন চেয়ারম্যান, ১৮৯ জন সাধারণ সদস্য ও ৬৩ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হন।