ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মুরাদনগরে সরকারি রাস্তা ও খাল দখল করে দোকান ঘর নির্মাণের পাঁয়তারা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

কুমিল্লার মুরাদনগর উপজেলার, বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর গ্রামের আমতলী বাজারে, রাস্তা ও খাল দখল করে দোকান ঘর নির্মানের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অভিযোগ করা হলে প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

জানা যায়, আকুবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শহিদুল ইসলাম, মাসুদুর রহমান, মেয়ে তাহমিনা আক্তার- ১৬নং আকুবপুর মৌজার আমতলী বাজারের, ১নং খাস খতিয়ানভূক্ত ৬৭৯ দাগের উপর রাস্তা ও খাল দখল করে, অবৈধ ভাবে ৩০ ফুট লম্বা ও ১৩ ফুট প্রসস্ত ভূমিতে, আরসিসি দালান নির্মানের কাজ শুরু করে। উক্ত বিষয়ে এলাকার লোকজন সহকারী কমিশনারের (ভূমি) নিকট অভিযোগ করলে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে, সরেজমিন পরিমাপ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। সে মতে উপরোক্ত কর্মকর্তাদ্বয় ঘটনা সত্যতার প্রতিবেদন দিলে, তিনি গত ৪ মার্চ আরসিসি দালান নির্মাণের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য অভিযুক্তদের নির্দেশ দেয়। বর্তমানে উক্ত দালানের কাজ বন্ধ থাকলেও যে কোন মুহুর্তে কাজ শুরু করতে পারে বলে এলাকাবাসী অনুমান করছে।

বিষয়টির ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, উক্ত খাল ও রাস্তার উপর অনেকে স্থাপনা দিয়ে জবর দখল করে রেখেছে, অথচ তাদের কিছুই হয়না। একটি মহল পরিকল্পিত ভাবে দীর্ঘদিন যাবত আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আমরা আমাদের পৈত্রিক সম্পত্তি দখলে যেতে না পারি। উক্ত জায়গাটি আরএস ম্যাপে আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল। কিন্তু বিএস জরিপে আমাদেরকে না জানিয়ে উক্ত জায়গাটি মালিকানার পরিবর্তে খাস করে ফেলে। 

সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব ঘটনার সত্যতা শিকার করে জানান, পূর্বে উক্ত সম্পত্তি কার ছিল সেটি দেখার বিষয় নয়। বর্তমানে বেদখলকৃত উক্ত সম্পত্তি সরকারের এক নম্বর খাস খতিয়ানের। যা জনগণের চলাচলে ব্যবহার্য্য। উক্ত জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ মোকদ্দমাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।