ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

যেভাবে বাদী থেকে আসামি হলেন বাবুল আক্তার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ মে ২০২১  

পাঁচ বছর আগে ছিলেন মামলার বাদী। পাঁচ বছর পর হলেন আসামি। এর মধ্যে ঘটে গেছে নানা নাটকীয়তা। স্ত্রী খুনের খবরে ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে আসা, অঝোর কান্নায় ভেঙে পড়া, ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসসহ নানা কর্মকাণ্ড আবেগাক্রান্ত করেছিল সহকর্মীসহ দেশের আপামর মানুষকেও।

কিন্তু এর সবটাই ছিল ‘অভিনয়’- আদালতে দেয়া দুই সাক্ষীর জবানবন্দি ও পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে এমনই তথ্য।

জানতে চাইলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, স্ত্রী হত্যার তিনদিন পর ব্যবসায়িক অংশীদার সাইফুল হকের কাছে লাভের অংশ থেকে তিন লাখ টাকা চান বাবুল আক্তার। পরে ওই টাকা বিকাশের মাধ্যমে গাজী আল মামুনকে পাঠান সাইফুল। এরপর গাজী আল মামুন টাকাগুলো মুসা, ওয়াসিমসহ আসামিদের ভাগ করে দেন। তবে কাকে কত টাকা দেয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।  

সন্তোষ চাকমা আরো বলেন, মিতু হত্যার ভিডিও ফুটেজে বাবুল আক্তারের সোর্স এহতেশামুল হক ভোলা ও কামরুল শিকদার ওরফে মুসাকে দেখা গেলেও ঘটনার সঙ্গে জঙ্গিরা জড়িত বলে দাবি করেছিলেন বাবুল আক্তার। একইসঙ্গে সাইফুল হকের মাধ্যমে আসামিদের তিন লাখ টাকা বণ্টনের বিষয়টিও গোপন করেন তিনি।

এদিকে, মঙ্গলবার চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বাবুলের ব্যবসায়িক অংশীদার সাইফুল ও মামুন। সেখানে বাবুলের নির্দেশে স্ত্রী হত্যায় জড়িতদের টাকা দেয়ার বিষয়টি উল্লেখ করেন তারা।

একইদিন দুপুরে পিবিআই চট্টগ্রাম অঞ্চলের মেট্রো কার্যালয়ে যান বাবুল আক্তার। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর থেকে তাকে হেফাজতে নেয় পিবিআই। 

পরে বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে স্ত্রী হত্যার সঙ্গে বাবুলের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান সংস্থাটির প্রধান ও পুলিশের উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।

এরপর দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তার ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে তিন লাখ টাকা বণ্টনের বিষয়টি মামলার এজহারে উল্লেখ করা হয়। 

এর পরপরই প্রায় পাঁচ বছর আগে করা বাবুল আক্তারের মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। সেই প্রতিবেদনেও উঠে আসে টাকা ভাগ-বাটোয়ারার কথা।

পরে দুপুর আড়াইটার দিকে বাবুল আক্তারকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।