ব্রেকিং:
‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা জাহাজসহ জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের সবশেষ অবস্থা জানা গেছে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রমজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ রোজায় স্কুল খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর আম্বানিপুত্রের বিয়েতে যে দামি উপহার দিলেন শাহরুখ-সালমান মেয়র পদে উপনির্বাচন- কুমিল্লায় জয়ী বাহারকন্যা সূচনা
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বিশ্ব নেতাদের চাপ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করতে মিয়ানমারের ওপর নতুন করে চাপ প্রয়োগ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন উপলক্ষে সাইড লাইনে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়েছে। বুধবার বাংলাদেশ ছাড়াও ভার্চুয়াল এ ইভেন্টের আয়োজন করে কানাডা, সৌদি আরব ও তুরস্ক। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করেন।

এদিকে ২৬ সেপ্টেম্বর চলতি সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে।

২০১৭ সালে ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত অসংখ্য রোহিঙ্গা মিয়ানমার থেকে বিতারিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত রোহিঙ্গার মোট সংখ্যা প্রায় ১১ লাখ। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বরাবরই বিশ্ব নেতাদের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

জাতিসংঘের সাধারণ পরিষদ উপলক্ষে ৭৫তম অধিবেশনের সাইড লাইনে ‘রোহিঙ্গা সমস্যার সাম্প্রতিক চার বছর টেকসই সমাধান নিশ্চিতের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক চার দেশ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান। সঞ্চালক ছিলেন কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রায়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জানান, প্রতি বছরের মতো এবারও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে একটি রেজুলেশন পাস হবে।

করোনা মহামারির কারণে এবার রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘে আসছেন না।

তবে বিভিন্ন কর্মসূচি আগের মতো অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা অধিবেশনে বক্তব্য দেবেন। জাতিসংঘ সদরদপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে এবার মূল ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর।