ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

লক্ষ্মীপুরে সেই শিক্ষার্থীদের খোঁজ নেয়নি আয়োজক কমিটি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এসে দুপুরে অসুস্থ হয়ে পড়েন ৭ শিক্ষার্থী। চিকিৎসা নিয়ে ৫ জন বাড়ি ফিরলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে লামিয়া আর শ্রাবনি। অভিযোগ রয়েছে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও কোন খোঁজ কিংবা হাসপাতালে দেখতে আসেনি আয়োজক কমিটির কেউ। বিষয়টি নিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- শ্রাবনী আক্তার (১৫), আমেনা আক্তার (১৪), আয়েশা আক্তার (১৩), জেসমিন আক্তার (১২), লামিয়া আক্তার (১৩), সামিয়া আক্তার (১৩) ও স্মৃতি (১৪)। তারা সবাই লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তবে এসব বিষয়ে ভিডিও কোন বক্তব্য দিতে রাজি হননি বিদ্যালয়টির শিক্ষকরা।

তারা সাংবাদিকদের বলেন, স্টেডিয়াম মাঠে ১৫শ’ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এসে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক সকলকে সদর হাসপাতালে এনে চিকিৎসা করানো হচ্ছে। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকি দুইজনও সুস্থ না হওয়া পর্যন্ত আমরা চিকিৎসা চালিয়ে যাবো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এখনো পর্যন্ত প্রতিযোগিতা আয়োজক কমিটির কেউই হাসপাতালে আসেনি।

লামিয়া ও শ্রাবনির অভিভাবকরা জানান, অতিরিক্ত দৌড়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা। এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে। তবে এত বেশি অসুস্থতার পরেও বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা ছাড়া খেলা আয়োজক কমিটির কেউ তাদের দেখতে হাসপাতালে আসেনাই।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, অতিরিক্ত দৌড় প্রতিযোগিতার কারণে অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিদেরও সুস্থতায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, ১৫ শ’ মিটার দৌড় প্রতিযোগিতায় একজন অসুস্থ হয়ে পড়েছিল। এখন সে সুস্থ রয়েছে। কোন সমস্যা নেই।

জানতে চাইলে লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমি খেলা উদ্বোধন করে রায়পুরে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বিষয়টি আমার জানা নেই। ইউএনও’র সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে হবে।