ব্রেকিং:
গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা জাহাজসহ জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের সবশেষ অবস্থা জানা গেছে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রমজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ রোজায় স্কুল খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর আম্বানিপুত্রের বিয়েতে যে দামি উপহার দিলেন শাহরুখ-সালমান মেয়র পদে উপনির্বাচন- কুমিল্লায় জয়ী বাহারকন্যা সূচনা বাহারকন্যা সূচনার বিরুদ্ধে সাক্কু-তানিম-কায়সারের অভিযোগ
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

লাকসামে হাসপাতাল থেকে ৬ নারী ছিনতাইকারী আটক

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

কুমিল্লার লাকসামে ৬ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মোবাইল ফোন ও টাকা ছিনতাইকালে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল মোহনপুর এলাকার সালমা বেগম (২৬), হাছনা আক্তার (২৫), মাধবপুরের কুতুব চান (৩০), বি-বাড়ীয়া জেলার নাছিরনগর উপজেলার উত্তর আগলাবাড়ী এলাকার ধরমন গ্রামের হাজেরা খাতুন (২৩), বিলকিছ বেগম (২৬), নারগিস আক্তার (৩০)। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত রোগীর ভিড়ে সুযোগ বুঝে ওইসব সংঘবদ্ধ ছিনতাইকারীরা কৌশলে একাধিক নারী রোগীর মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। ওই সময় চিকিৎসা নিতে আসা অন্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতার সহায়তায় ছয় ছিনতাইকারীকে আটক করে। এ সময় আরও দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়।

আটক ছিনতাইকারীদের লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট হস্তান্তর করলে তিনি লাকসাম থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, হাসপাতালের বহির্বিভাগে সবসময় রোগীদের ভিড় থাকে। ওই সুযোগে বহিরাগত কিছু নারী ছিনতাইকারী রোগী সেজে এখানে ভিড় করে এবং কৌশলে মোবাইল ফোন, টাকা ও বিভিন্ন জিনিষপত্র ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ও লাকসাম থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে। এসব চুরি-ছিনতাই কিছুদিন বন্ধ থাকলেও হাসপাতালে জনবল সংকটের কারণে স্থায়ীভাবে রোধ করা সম্ভব হচ্ছে না।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন নারী ছিনতাইকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।