ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি বাড়ছে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

ডেঙ্গু ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটি বাড়িয়ে দেয়ার চিন্তাভাবনা চলছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত বা গুরুতর অসুস্থ শিক্ষার্থী যারা আধা সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না তারা অসুস্থতার কাগজপত্র দেখিয়ে পরবর্তীতে বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহনের কথা বলা হয়েছে।  

জানা গেছে, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠকটি আজকালের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাও প্রচুর, প্রায় ৩২ শতাংশ। ফলে ক্লাস-পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। আধা সাময়িক পরীক্ষাসহ অভ্যন্তরীণ পরীক্ষায় অনেকেই অনুপস্থিত থাকছে। এ অবস্থায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা একটি মনিটরিং সেল করা হয়েছে। এ সেলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সাধারণ ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে।

জানা গেছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়। সেখানে ডেঙ্গুতে শিক্ষার্থীরা বেশি আক্রান্ত হওয়ার বিষয়টি আলোচনা হয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া যায় কী না, তা নিয়েও আলোচনা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলেছি। মনিটরিং সেলের তথ্য-উপাত্ত পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয়কে জানানো হবে।

এ ব্যাপারে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান জানান, ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি আমরাও উদ্বিগ্ন। এ অবস্থায় করণীয় নির্ধারণ করতে দফায় দফায় বৈঠক করা হয়েছে। আলাদা একটি সেল করেছি। মন্ত্রণালয়, মাউশি থেকে শিক্ষার্থী, অভিভাবকদের চার দফা নির্দেশনা দেয়া হয়েছে। আগাম ছুটি দেয়ার বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।