ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সংশ্লিষ্টতা পেলে বিদেশ থেকে ফিরিয়ে আনা হবে আসামিদের: পুলিশ সুপার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

কুমিল্লার দাউদকান্দিতে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে খুন হওয়া বিদেশ পলাতক আসামিসহ যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। পুলিশ সুপার বলেন, এই হত্যা মামলার তদন্তে এবং আসামি গ্রেপ্তারে বেশ অগ্রগতি রয়েছে। এই হত্যার সাথে জড়িত যে বা যারাই যেখানেই পলাতক থাকুক তাদেরকে ফিরিয়ে আনা হবে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ এবং পর্যালোচনা করছি।  
বিদেশে পালিয়ে থাকা এজাহারনামীয় আসামিদের মধ্যে মামলার ১ নম্বর আসামি মো. সুজন ও ২ নম্বর আসামি মো. আরিফ নেপালে, ৫ নম্বর আসামি বাদল দুবাইয়ে, ৬ নম্বর আসামি শাকিল ভারতে, ৮ নম্বর আসামি অলি হাসান সৌদি আরবে ও সন্দেহভাজন আসামি আল আমিন ওরফে শাহ আলী দুবাইতে অবস্থান করছেন। ছয়জনেরই গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে।
হত্যাকান্ডের পর তদন্তের শুরুর দিকেই র‌্যাব ও পুলিশ জানতে পারে, পূর্ব পরিকল্পনার মাধ্যমে খুন করা হয় জামাল হোসেনকে। যে কারনে খুনের ঘটনা ঘটিয়ে দুই শ্যুটার দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া এজাহারনামীয় অন্যান্য আসামিরাও বিদেশ পলাতক রয়েছে বলে তারা জানান। এরই মধ্যে সরাসরি হত্যায় জড়িত দেলোয়ারকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি রিভলবার, একটি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ মাজহারুল ইসলাম নামে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ । এ পর্যন্ত এই মামলায় তিতাস উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই মোঃ মাসুদ রানা সহ মোট ১০ জন গ্রেপ্তার রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ করেছে তদন্তকারীরা।
হত্যাকান্ডের বিষয়ে রিমান্ডে নতুন কোন তথ্য পাওয়া গিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, আমরা যেসব তথ্যই পাচ্ছি সেসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে নিশ্চিত হবার চেষ্টা করছি। যারাই এই হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকেই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত আটটার পর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর পশ্চিম বাজার বাইতুন নুর জামে মসজিদের সামনে বোরকা পরা তিন সন্ত্রাসী গুলি করে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে হত্যা করে। এ ঘটনায় ২ মে জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এখন পর্যন্ত এজাহারনামীয় তিন আসামি ও এজাহারের বাইরে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।