ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

‘সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারবে না’

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে মন্তব্য করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারবে না। সুশিক্ষায় জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। যেই শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম থাকবে, তার মাধ্যমেই দেশের কল্যাণ হবে।

বৃহস্পতির (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রফেসর মো. জামাল নাছের আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন বাস্তবায়নের মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের এই অগ্রযাত্রাকে ধারাবাহিকতা রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে স্বচেষ্ট থাকতে হবে।

এ সময় তিনি আরো বলেন, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের আজকের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে অনেক সম্ভাবনা দেখছি উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবদুল হালিম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। 

এতে বিশেষ বক্তা ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মেজবাহ উল আলম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী ও যুবলীগ নেতা মো. কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরন, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক শামসুল আলম মজুমদার।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন- উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম শেখ কামাল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল ও শাকিলা মজুমদার। 

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।