ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

স্কুলে যাতায়াতের রাস্তা নেই, দুর্ভোগে শিক্ষার্থীরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩১ মে ২০২২  

মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামে ১৯২ নম্বর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করে এর স্থানান্তর পাঁচ বছর হয়ে গেছে। কিন্তু এখনো শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের কোনো সড়ক নির্মাণ করা হয়নি। এ ছাড়া, বিদ্যালয়টির চারদিকে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি, বিদ্যুত ও বিশুদ্ধ পানি না থাকায় দুর্বিষহভাবে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে শিক্ষাথী‌রা। 

জানা যায়, বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে রেজিস্টার্ড স্কুল হিসাবে রানিমুহুরী-বড়িইয়াকুড়ি সড়কের পাশে স্হাপিত হয়। ২০১২ সালে স্কুলটিকে জাতীয়করণ করা হয়। বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে ২০১৭ সালে পাশের বিলের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা কর্মসূচির (পিইডিপি-৩) মাধ্যমে পাঁচ কক্ষবিশিষ্ট আধুনিক একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রানিমুহুরী-বড়িইয়াকুড়ি সড়কটির পাশে প্রায় ২০ গজ দূরত্বে বিলের মধ্যে বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করে স্কুলটি স্হানান্তর করা হয়েছে। কিন্তু স্কুলটিতে যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই। বিদ্যালয়টির চারদিকে ফসলি জমি, একটু বৃষ্টিতেই স্কুলচত্বরে পানি জমে থাকে। বিশুদ্ধ পানির জন্য সাবমারসিবল পাম্প বসানো হলেও বিদ্যালয়টি বিলের মধ্যে হওয়ায় সেই পাম্প ও পানির কাজে ব্যবহূত পাইপ চুরি হয়ে গেছে। বিদু্যতের কারণে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক শিক্ষা থেকে। বিদ্যালয়ে বিদু্যত্সংযোগের জন্য সংশ্লিষ্টরা বৈদু্যতিক খুঁটির ব্যবস্হা করেও জমির মালিকদের আপত্তির কারণে বিদ্যুৎ সংযোগ নিতে পারেনি বিদ্যালয়টি। 

বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ৪র্থ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার বলেন, ‘মনে হয় স্কুলে যাওয়াই বন্ধ করে দিই। গরমের সময় রোদের তাপে শরীর এত ঘামে যে, বই-খাতা যা ধরি সব ভিজে যায়। আর শীতকালে একটু বেশি কুয়াশা পড়লে ক্লাসরুম এত অন্ধকার হয় যে, বইয়ের পড়া বোঝা যায় না।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা আক্তার বলেন, ‘স্কুলটির প্রধান সমস্যা সড়ক ও বিদ্যুৎ সংযোগ না থাকায় বর্ষাকালে ভেজা কাপড়ে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে আসতে হয়। সড়কটি নির্মাণ হলে ও বিদ্যুৎ সংযোগ পেলে মানসম্মত শিক্ষা দেওয়া যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখিতভাবে জানানো হয়েছে। 

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিয়া খানম বলেন, ‘প্রধান শিক্ষক লিখিতভাবে আমাদের অবহিত করেছে। সড়ক ও বিদ্যুতের বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল ব্যবস্থানা পরিচালনা পর্ষদ অনেক বার স্হানীয়ভাবে চেষ্টা করেছে কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি। গত উপজেলা মাসিক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টির সমাধানে চেষ্টা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।’ 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ‘বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে হবে। যদি সড়ক ও বিদ্যুত সংযোগ না থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, ‘গত পাঁচ বছরে সড়ক নির্মাণ না হওয়া ও বিদ্যুৎ সংযোগ না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। অচিরেই স্কুলটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সড়ক ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হবে।’