ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাধীনতা দিবসেও বিভক্ত কুবি, ভিসির সামনেই ছাত্রলীগের হট্টগোল

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ নিয়ে হট্টগোল করেছে ছাত্রলীগ।

রোববার (২৬ মার্চ) ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সামনেই ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে।

এ সময় ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমি চাই না ছাত্রলীগের কারণে স্বাধীনতা দিবসের এই প্রোগ্রাম নষ্ট হোক। তোমরা যে ঝামেলা করবা তাকেই আমি বহিষ্কার করে দিবো।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসে পূর্বঘোষিত কর্মসূচির আলোকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর প্রশাসনিক ভবনস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এ সময় শাখা ছাত্রলীগের ক্যাম্পাস গ্রুপের সদস্যরা ক্যাম্পাস শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দেয়ার পর আবারো হলের পক্ষ থেকে ফুল দিতে আসে। তখন ক্যাম্পাসের বাহিরে অবস্থানরত গ্রুপের ছাত্রলীগের গ্রুপটিও বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ফুল দেয়ার চেষ্টা করেন। পরে উভয় গ্রুপ ঝগড়ায় জড়ান। এরপর একপক্ষ আরেকপক্ষের দিকে তেড়ে আসলে প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্র আরো জানায়, এরপর দু’পক্ষ দু’জায়গায় অবস্থান নেয়ার পরও বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে ক্যাম্পাস গ্রুপের নেতাকর্মীদের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ ক্যাম্পাসের বাহিরে অবস্থানরত গ্রুপকে 'হাত পা কেটে ফেলবো', 'ভেঙে ফেলবো' সহ বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। তারও আগে একই হলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আহসানুল হক শিপন হল সভাপতি পলাশকে উদ্ধৃতি করে উচ্চবাচ্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাম্পাস গ্রুপের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো: সায়েম বলেন, ‘আমরা ফুল দেয়া অবস্থায় তারা আমাদের বলতেছে আমরা নামি না কেন। তারা তো আমাদের এভাবে বলতে পারে না।‘

ক্যাম্পাসের বাহিরে অবস্থানরত গ্রুপের নেতাও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস বলেন, ‘তারা (ক্যাম্পাস গ্রুপ) আমাদের বলতেছে তারা ফুল দিয়েছে। আমরা ফুল দিবো কেন! এই বলে তারা হট্টগোল তৈরি করে। পরে আমরা তাদের জায়গা দিয়ে সেখান থেকে চলে আসি।’

হট্টগোলের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের (২০১৫-১৬) কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ‘ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সবকিছু ঠিক আছে।’

স্বাধীনতা দিবসে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে, সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম বলেন, আজকে যা হয়েছে তা খুবই সাধারণ বিষয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিষয় নিয়ে অশান্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।

আরো সংবাদ