ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সড়কে দুর্ভোগ শিক্ষার্থীদের

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর-নাল্লা-কালিকাপুর সড়কে যাতায়াত করেন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজার হাজার লোক। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সড়কটিতে কোনো সংস্কার কাজ হয়নি। তাই সড়কটির খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ফলে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন। 

উপজেলার শহীদ স্মৃতি হাই স্কুল, দক্ষিণ দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর মাদরাসা, দুলালপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী যাতায়াত করেন। এ সড়কে পিকআপের মাধ্যমে মালামাল কংশনগর ও কোম্পানীগঞ্জ বাজার থেকে কিনে আনা হয়। বৃষ্টির কারণে সড়কের পাশের বিভিন্ন অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক্টর, মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এর মধ্যে দুলালপুর থেকে নাল্লা সাপের পুল পর্যন্ত দুই কিলোমিটার সড়কে বেশি দুর্ঘটনা শিকার হচ্ছেন চালকরা।  

অটোরিকশা চালক আবুল মিয়া বলেন, এ সড়কে ১০ বছরে কোনো কাজ হয়নি। সে কারণে সড়ক ভেঙে খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। ভাঙা সড়কের কারণে লোকজন যাতায়াত করতে চায় না। এতে যাত্রী অনেক কমে গেছে। এছাড়া ভাঙা সড়কের কারণে গাড়ির চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার না করলে যাত্রীর অভাবে গাড়ি বন্ধ করতে হবে। 

শহীদ স্মৃতি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. সোহাগ সরকার বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটির সংস্কার প্রয়োজন। প্রতিদিন সড়ক দিয়ে সমাজের বিভিন্ন পেশার লোক যাতায়াত করে। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।  

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় এমপির হস্তক্ষেপে সড়কটির প্রাক্কলন তৈরি করে জমা দেয়া হয়েছে। সড়কটির দুই পাশে প্রশস্ত করাসহ বিভিন্ন স্থানে রিটার্নিং ওয়াল তৈরি করা হবে। খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে সড়ক সংস্কার কাজ শুরু হবে।