ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

কুমিল্লা দেবিদ্বারের রাজামেহের ইউনিয়নের চুলাশ থেকে মরিচাকান্দি পর্যন্ত একটি সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ফলে সড়কটির সংস্কার কাজ শেষের একদিনের মাথায় যানবাহনের চাপায় সড়কের কার্পেটিং উঠে যেতে শুরু করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে কাজটির দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন স্থানীয়দের অভিযোগের পরেও দায়সারাভাবে কাজটি সম্পন্ন হওয়ায় এই অবস্থা।

স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, দেশের প্রধান জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পাশেই রয়েছে জেলার দেবিদ্বার উপজেলার সীমানা। রাজধানী ঢাকা থেকে দেবিদ্বার আসতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস হয়ে উপজেলা সদরে পৌঁছতে কমপক্ষে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এঅবস্থায় সময় বাঁচাতে ব্যক্তিগত যানবাহন বা সিএনজি, ইজিবাইকসহ অন্যান্য যানবাহনে করে লোকজন চান্দিনার মাধাইয়া এলাকায় নেমে বরাট হয়ে চুলাশ-মরিচাকান্দি সড়ক পথে দেবিদ্বার উপজেলা সদরে আসা-যাওয়া করে। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়াও এই পথে চলাচলকারী যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

দেবিদ্বার উপজেলা পরিষদ জনদুর্ভোগ লাঘবে ২০১৯-’২০ অর্থবছরে চুলাশ থেকে মরিচাকান্দি গ্রাম পর্যন্ত সড়কটির ৩’শ মিটার অংশ সংস্কারের কাজে সম্প্রতি দরপত্র আহ্বান করে। ৩৩ লাখ টাকা ব্যায়ের কাজটি সংস্কারের দায়িত্ব পায় মাসুদ নামের এক ঠিকাদার। চলতি ফেব্রুয়ারী মাসের প্রথমদিকে কাজটি সংস্কার কাজের শুরুতে প্রথমে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয় গ্রামবাসীসহ জনপ্রতিনিধিরা এর প্রতিবাদ করে। কিন্তু ঠিকাদার কোন কর্ণপাত না করে ১৫ ফেব্রুয়ারী কাজ সম্পন্ন করে ফেলে। কাজের শেষের পর সড়কটিতে যানবাহন চলাচলের শুরু হলে অল্প সময়ের মধ্যে কার্পেটিং উঠা শুরু হয়। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করায় কাজ শেষের পরদিনই পিচসহ কার্পেটিংয়ের অংশ বিশেষ উঠে যাওয়ায় সড়কটির সংস্কার হওয়া অংশ কতদিন যানচলাচলের উপযুক্ত থাকবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র আরো জানায়, ঠিকাদার সরকার দলীয় লোক হওয়ায় ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

বিষয়টি জানতে চাইলে ঠিকাদার মাসুদ বলেন, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে তিনি বলেন, কাজের লাইসেন্স আমার নামে না, মুরাদনগরের একজনের নাম আমার মনে নেই।

উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলম বলেন, কাজটি এডিবি’র অর্থায়নে হয়। উপজেলা চেয়ারম্যান আমাকে কাজটির গুণগত মান নিয়ে অবহিত করেছে। আমি (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার কাজটি দেখতে চুলাশ যাবো।

এদিকে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, এই রাস্তাটি বিগত সময়ে চলাচলের অযোগ্য থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় মানুষদের। পরে বিভিন্ন দফতরে তদবির করে অর্থ বরাদ্দ এনেছি। কিন্তু কি কারণে কাজটি নিম্নমানের হলো সেটা খতিয়ে দেখবো।