ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

২৪ ঘণ্টায় অজ্ঞান পার্টির ৬৫ সদস্যকে গ্রেফতার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সংঘবদ্ধ মৌসুমী অপরাধী চক্র-অজ্ঞান পার্টির ৬৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে চেতনা নাশক ওষুধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টার পৃথক এই অভিযানে নিউমার্কেট এলাকা থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এছাড়া, গোয়েন্দা উত্তর বিভাগ ফকিরাপুল ও কুড়িল বাসস্ট্যান্ড থেকে এই অপরাধ চক্রের ১১জনকে গ্রেফতার করেছে। অপর এক অভিযানে ওয়ারীর জয়কালী মন্দির এলাকা থেকে অজ্ঞান পার্টির ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পূর্ব বিভাগ।

অপরদিকে, রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযানে একই ধরনের ৭ অপরাধীকে গ্রেফতার করেছে  গোয়েন্দা দক্ষিণ বিভাগ। এছাড়া গোয়েন্দা পশ্চিম বিভাগের উত্তরায় চালানো অভিযানে গ্রেফতার করা হয় অজ্ঞান পার্টির আরো ৫ সদস্যকে।

যুগ্ম কমিশনার আরো বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে- মূলত পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এসব সংঘবদ্ধ অপরাধীরা রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমল, বাসস্ট্যান্ড, সদরঘাট ও রেলস্টেশন এলাকায় আসা লোকজনকে টার্গেট করে সখ্যতা স্থাপন করে। পরে তাদের অপর সহযোগিরা টার্গেটকৃত ব্যক্তি ও তাদের স্বজনদের চেতনা নাশক ওষুধ মেশানো পানীয় বা খাদ্যদ্রব্য খেতে আমন্ত্রণ জানায়। 

টার্গেট করা ব্যক্তি রাজি হলে তাকে চেতনা নাশক মেশানো ওই খাবার খাওয়ায় এবং নিজেরা সাধারণ খাবার খায়। এসব পানীয় বা খাবার খেয়ে টার্গেটকৃত ব্যক্তি অজ্ঞান হলে তারা তার মূল্যবান জিনিসপত্র, টাকা-পয়সা ও মোবাইলফোন নিয়ে দ্রুত চলে যায়। 

এ সব ক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক মেশানো খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি পান, ক্রিম জাতীয় বিস্কিটসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করে। আবার কখনো কখনো অজ্ঞান ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তার স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও অন্যান্য মাধ্যমে মুক্তিপণ আদায় করে।

অপরদিকে শমরিতা হাসপাতালের স্নায়ু (নিউরো) রোগ বিশেষজ্ঞ  শাহরিয়ার সাবেত ডেইলি বাংলাদেশকে বলেন- অধিক পরিমানে চেতনা নাশক খাওয়ালে মৃত্যুও হতে পারে। এছাড়া হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে।

গ্রেফতার আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনা নাশক টেবলেট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে-১৪৪ টি নকটিন ও নাইট্রাজিপাম, লেক্সোটানিল ১৮টি, ইপিট্রা ১৪৮টি, সেডিল ১০টি, রিভোট্রিল ৪০টি এবং ডিসোপেন,নিক্স, রাবিয় বাম ও ডরমিকেম টেবলেট ২০টি। এছাড়া মাইলাম মেশানো ৩০টি নীল কৌটা, জুস, খেজুর, ৭টি মোবাইল ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।