ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

৩১ লাখ ছাড়াল দেশে করোনা টিকা গ্রহণকারীর সংখ্যা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

গত ২৪ ঘণ্টায় দেশে এক লাখ ২৫ হাজার ৭৫২জন করোনার  টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৭৫ হাজার ১৫৫ জন পুরুষ ও ৫০ হাজার ৫৯৭ জন নারী। এ নিয়ে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। 

রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৭৩৩ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৪৫৬ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭৯ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৫৭ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৩২১ জন, সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ১২৯ জন টিকা নিয়েছেন।

জানা যায়, আজকে ২২ জনসহ এ পর্যন্ত ৭৩৩ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট টিকাগ্রহণকারী ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকায় টিকা নিয়েছেন ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, চট্টগ্রামে ছয় লাখ ৮১ হাজার ১০৩ জন, খুলনায় তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, রাজশাহীতে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুরে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন, বরিশালে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং ময়মনসিংহে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন।