ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

৫৪ বছর পর স্বপ্ন পূরণের পথে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

আর মাত্র কয়েকদিন। পূরণ হতে যাচ্ছে যশোরের মানুষের ৫৪ বছরের লালিত স্বপ্ন। যশোর-কোলকাতা রুটে চালু হচ্ছে সরাসরি ট্রেন যোগাযোগ। ৭ মার্চ থেকেই যশোর জংশন থেকেই ট্রেনে চড়ে সরাসরি কলকাতা যাওয়ার সুযোগ পাওয়া যাবে।

মূলতঃ খুলনা-কোলকাতা ট্রেন পরিসেবা চালুর বছর খানেক পর যশোরে যাত্রা বিরতির পারমিট পাওয়ায় এ সুযোগ পাচ্ছে যশোরবাসী।

১৯৬৫ সাল পর্যন্ত যশোর-কোলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ ছিলো। ২০১৭ সালে খুলনা-কোলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চালু হলেও যশোরে কোন স্টপেজ ছিল না। ৭ মার্চ থেকে আবারো যশোর-কোলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ শুরু হচ্ছে।

স্টেশনের টিকিট কাউন্টার, মুঠোফোনে খুদে বার্তার পাশাপাশি অনলাইনেও সংগ্রহ করা যাবে বন্ধন এক্সপ্রেসের টিকিট। যশোর স্টেশন আন্তজার্তিক মানের এ ট্রেনের ৭৫টি আসন বরাদ্দ পেয়েছে। ১ মার্চ থেকে ট্রেনের টিকিট মিলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তীর কাছে বন্ধন এক্সপ্রেসের যশোর স্টপেজ চালুর ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে এসব তথ্য জানা গেছে।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তী জানান, খুলনা থেকে কোলকাতা পর্যন্ত ট্রেনের কেবিনের সিট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। এছাড়া চেয়ার কোচের সিট ভাড়া ১০০০ টাকা। এরসঙ্গে ভ্রমণ কর যুক্ত হবে ৫০০ টাকা। যশোর থেকেও একই ভাড়ায় টিকিট সংগ্রহ করতে হবে।

স্টেশন মাস্টার জানান, ৭ মার্চ থেকে বন্ধন এক্সপ্রেস যশোর স্টেশনে তিন মিনিটের জন্য দাঁড়াবে। পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখে যাত্রীদের ট্রেনে ওঠানো হবে। বেনাপোল স্টেশনে নিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতি বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আসে। আবার বিকেলে খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

পুষ্পল কুমার চক্রবর্তী আরো জানান, শিগগিরই ঢাকা-কোলকাতা রুটে সরাসরি ট্রেন সার্ভির চালুর খবর পাওয়া গেছে। ট্রেনটি ঢাকা থেকে যশোর হয়ে কোলকাতা যাবে।