ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

অশ্লীল ইঙ্গিত, প্রতিবাদ করায় নববধূকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২২  

পঞ্চগড়ের আটোয়ারিতে অশ্লীল ইঙ্গিতের প্রতিবাদ করায় স্বামীর কাছ থেকে নববধূকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার রাতে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। অভিযুক্তরা হলেন- উপজেলার তোড়েয়া ইউনিয়নের দারখোড় ফকিরপাড়া গ্রামের ২১ বছর বয়সী লুৎফর রহমান ও ২৪ বছরের মো. জুয়েল।

এর আগে, রোববার বিকেলে ফকিরপাড়া গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ও তার স্বামী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্ত্রীকে নিয়ে রোববার বিকেলে তোড়িয়া ইউনিয়নের দারখোর গ্রামে খালার বাড়িতে যান ওই যুবক। সেই বাড়িতে খাওয়া-দাওয়ার পর গ্রামের একটি ব্রিজে বেড়াতে যান তারা। এ সময় স্ত্রীকে অশ্লীল ইঙ্গিত করেন লুৎফর ও জুয়েল। এ নিয়ে ভুক্তভোগীর স্বামীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে স্বামীর কাছ থেকে স্ত্রীকে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান লুৎফর ও জুয়েল। এ সময় স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে স্বামীকেও ঘুষি ও গলা টিপে ধরেন তারা। পরে চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নবদম্পতিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ শাহ জানান, দারখোর ফকিরপাড়া গ্রামের একটি ব্রিজে এক দম্পতি বেড়াতে যায়। পরে সেই গ্রামের দুই যুবক নবদম্পতির পরিচয় জিজ্ঞেস করেন। কিন্তু ওই যুবক তাৎক্ষণিক রাগান্বিতভাবে উত্তর দেন । এ নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে এটি একটি সামান্য ঘটনা। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।

আটোয়ারী থানার ওসি এ কে এম মেহেদি হাসান জানান, এ বিষয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।