ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন যারা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯  

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান কমিটির ৬টি পদ বাকি রেখে এ কমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গা কমিটি ঘোষণা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একটি সাংগঠনিক পদসহ কিছু পদ খালি রাখা হয়েছে। এগুলো পরে দলের  সভাপতি জায়গায় দেবেন।  

কমিটিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন- আফজাল হোসেন ও সফিউল আলম চৌধুরী। আগের কমিটিতে আফজাল হোসেন তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন এবং সফিউল আলম চৌধুরী নাদের এবারই প্রথম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি জায়গা পেলেন।

সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আশা খান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহামুদ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দফতর প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খান।

কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- সদস্য আবদুল হাসনাত আব্দুলাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নরুল ইসলাম ঠান্ডু, বদরউদ্দিন কামরান, দিপকর তালুকদার, আমীরুল আলম মিলন, আক্তার জাহান, ডক্টর মুশফিক, রিয়াজুল কবির কাউসার, মেরিনা জামান কবিতা, পারভীন জামান কল্পনা, হোসনেয়ারা লুৎফর ডালিয়া, সফুরা খাতুন, সানজিদা খানুম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুউদ্দিন ফরাজি, ইকাবাল হোসেন আপু, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং,গ্লোরিয়া সরকার ঝর্ণা।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিল্পব বড়ুয়াসহ অনেকে।

এর আগে মঙ্গলবার রাতে গণভবনে প্রায় তিন ঘণ্টা ধরে নতুন প্রেসিডিয়াম কমিটির প্রথম বৈঠক চলে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন। এ সময় বাকি পদগুলোতে কারা আসতে পারে সে ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, আগামী ২৬ তারিখ আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর ৩ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া হবে। সেখানেই নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষ দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। কাউন্সিলররা কণ্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্য নেতা নির্বাচনের দায়িত্ব দেন। পরে তিনি ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৪২ ও ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদের ৪৪ জনের নাম ঘোষণা করেন।