ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ইলিশ সংরক্ষণ সচেতনতায় লক্ষ্মীপুরে নৌকাবাইচ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২২  

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে ইলিশ ও জাটকা সংরক্ষণে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে হাজারো মানুষ ভিড় করে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট মেঘনা নদীতে নানা রঙের পোশাকে ৩৫টি নৌকার অংশগ্রহণ করে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মার্চ-এপ্রিল দুই মাস রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলছে। এরমধ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। এ লক্ষ্যে জেলেদেরকে উৎসাহ দিতে নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে তিনটি এলইডি টেলিভিশন এবং অংশগ্রহণকারী বাকিদেরও পুরস্কার দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, জাটকা সংরক্ষণে নৌকাবাইচ প্রতিযোগীতা দারুণ আয়োজন। নদীতে ইলিশ বৃদ্ধিতে এটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। ভবিষ্যতেও এমন আয়োজন জেলেরা ও নদী এলাকার মানুষ উপভোগ করবে।