ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার আহ্বান শেখ হাসিনার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে জনগণের সমর্থনের পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন,আমরা একটা লক্ষ পূরণ করতে পেরেছি, কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে যে স্বীকৃতি পেয়েছি সেটাকে ধরে রাখতে রাজনৈতিক শক্তি বেশি প্রয়োজন। এ জন্য প্রয়োজন সাংগঠনিক শক্তি ও জনগণের সমর্থন। 

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূচনা বক্তব্যের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়।

শেখ হাসিনা বলেন, আমি মনে করি, ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পর এ পর্যন্ত যেভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এবং আজ সরকার গঠন করে যে জায়গায় পৌঁছাতে পেরেছি তার মূল শক্তিটাই ছিল জনগণ ও তাদের সমর্থন। তবে অবশ্যই মহান আল্লাহর একটা রহমত ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সে সময়ে পরিকল্পনা ছিল যে রাজনৈতিক দল হিসেবে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এ কারণে, যখনই আমরা সরকার গঠন করেছি, পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম করেছি এবং দেশকে এ পর্যায়ে নিয়ে আসতে পেরেছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন,দলের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। এ জন্য সব বাধা দূর করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য সব চিন্তা-চেতনা সমন্বয় করে সংরক্ষণ করতে হবে যা সব রকমের প্রতিবন্ধকতা দূর করে দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি বলেন, সরকার গত ১০ বছর উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। উন্নয়নের পথে আমরা কখনো নতিস্বীকার করিনি। 

এক শ্রেণির মানুষের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা সবসময়ই সরকারের কাজ নেতিবাচকভাবে দেখে। তারা গণতান্ত্রিক (চর্চা) ধারাবাহিকতা চায় না। দেশে যখন অস্বাভাবিক অবস্থা বিরাজ করে তখন তাদের দাম বেড়ে যায়।

‘সরকার কখনোই জনগণকে উপেক্ষা করে না। আমরা সুখে-দুঃখে জনগণের বন্ধু হয়ে থাকতে চাই এবং তাদের কল্যাণে কাজ করতে চাই। এটা আমাদের মূলনীতি।’
 
আওয়ামী লীগ সভাপতি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের প্রতিটি জনগণ তাদের জীবনকে অর্থপূর্ণ করতে পারবে। তারা দারিদ্র থেকে মুক্তি পাবে এবং তাদের জীবন হবে সুন্দর। আমরা সেভাবেই দেশ গড়তে চাই।

বন্যার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করছি। কোথাও দুর্বলতা নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে।

এ সময় তিনি সম্ভাব্য বন্যা মোকাবিলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।