ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ওসির বিরুদ্ধে ফ্যাক আইডি দিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট, আটক ২

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ মে ২০২০  

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিবের বিরুদ্ধে ফ্যাক আইডি দিয়ে আপত্তিকর তথ্য পোষ্টের ঘটনায় মূলহোতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ফরিদগঞ্জ থানার ওসি প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। আটককৃতরা হলো : কালিরবাজার কলেজ ছাত্রলীগের নেতা মামুন হোসেন রনি(২০) ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান আলম খান রাব্বি (২৪)।

জানা গেছে, গত ২৯ এপ্রিল jarine Afrine Ruma ’ একটি ফেইসবুক থেকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের বিরুদ্ধে অভিযোগ করে ত্রাণ দিতে গিয়ে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চা দোকানদার রফিকুল ইসলামের মেয়ে সালমা(১৯)কে ধর্ষণ করে  ওসি ও কথিত ওই মেয়েটির ছবিসহ আপত্তিকর পোস্ট করে। যা মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

পোস্ট ভাইরাল হওয়ার পর চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে কর্ক্ষৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সাথে ফরিদগঞ্জ থানা পুলিশ ও চাঁদপুর ডিবি পুলিশ পৃথক তদন্ত শুরু করে। তদন্ত কমিটি ঘটনা স্থলে গিয়ে তারা চায়ের দোকানদার রফিকুল ইসলাম ও তার মেয়ে সালমার অস্তিত্ব খুঁেজ পায়নি। পরবর্তীতে তারা ফেইসবুক আইডি নিয়ে তদন্ত করে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুর্ব পোয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে কালির বাজার কলেজ ছাত্রলীগের নেতা মামুন হোসেন রুবেলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ব্যবহৃত মুঠো ফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ডিভাইস জব্ধ করে। এসময় সে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে জানায়,  তার ফ্যাক ফেইসবুক আইডি থেকে ওসি ফরিদগঞ্জ থানার ওসি বিরুদ্ধে মিথ্যা  পোস্ট করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পোস্ট দেয়ার প্ররোচণার দেয়ার অভিযোগে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান আলম খান রাব্বীকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে উভয়কে চাঁদপুর  ডিবি পুলিশ চাঁদপুর নিয়ে যায়। এব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে  ১ মে শুক্রবার ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের (নং০ ১/১২৬) হয়। মামলার তদন্ত করছেন চাঁদপুর ডিবি পুলিশের ওসি মো: মহিউদ্দিন।  

১ মে শুক্রবার বিকালে ফরিদগঞ্জ থানার ওসি তার বিরুদ্ধে করা ফেসবুকের পোস্ট বিষয়ে প্রেসব্রিফিং করেন। এসময় তিনি বলেন, সাম্প্রতিককালে ফরিদগঞ্জে ব্যাপকভাবে ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট হচ্ছে। আমাকে নিয়ে ভুয়া পোস্ট নিয়ে চাঁদপুর পুলিশ সুপার তাৎক্ষনিক তদন্তটিম গঠন করে ক্লু বের করতে সক্ষম হন। আটক রুবেল ভুয়া তথ্য দিয়ে এবং গুগুল থেকে ছবি নিয়ে মানহানীকর তথ্য পোস্ট করে বলে স্বীকার করেছে।

এদিকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল জানান, তার ওয়ার্ডে রফিকুল ইসলাম নামে কোন চায়ের দোকানদার নেই। একই সাথে তার কথিত মেয়ে সালমার অস্তিত্ব নেই।

এ ব্যাপারে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার ও হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল মো: আফজাল হোসেন জানান, ফেইসবুকের পোস্টটি আমাদের চোখে পড়ার সাথে সাথে পুলিশ সুপারের নির্দেশে আমরা ব্যাপক অনুসন্ধান করেছি।  তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ থানার ওসির  বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর তথ্য পোস্ট করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতারে পুলিশকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।