ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কবরে যেমন কাটে সেই ইউটিউবার রনির ১২ ঘণ্টা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২  

ভাইরাল হওয়ার নেশায় বাড়ির উঠানে কবর খুঁড়ে রাত যাপন! সঙ্গে নেন খাবার, পানি, বাল্ব, ভিডিও ক্যামেরা, কম্বল ও বালিশ। শুধু তা-ই নয়, গরম থেকে বাঁচতে সেই কবরের বাইরে প্লাস্টিকের মোটা পাইপের মুখে দেন বৈদ্যুতিক পাখায় সংযোগ। এতো আয়োজন শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য।

পুলিশ হেফাজতে থাকাকালীন ওই ইউটিউবার জানান, কবরে ১২ ঘণ্টা তার খুব ভালোই কেটেছে। তার ইচ্ছা ছিল কবরে ২৪ ঘণ্টা কাটানো। কবরে থাকাকালীন কয়েক দফায় তার ভাইয়ের সঙ্গে ভিডিও ফোনে কথাও বলেছেন তিনি। মাটির ভেতরের পরিবেশ খুবই শীতল।

কবরে রাত যাপন করা এই ইউটিউবারের নাম মিজানুর রহমান রনি। ২৩ বছরের মিজানুর বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোকছেদ আলী।

সোমবার বেলা ১১টার দিকে তাকে কবর থেকে উদ্ধার করে অপরাধ সংগঠন নিবারণকল্পে তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তার আপন ভাই ২৮ বছরের আবু হাসানকেও গ্রেফতার করা হয়। এর আগে, রোববার দিবাগত রাত ১১টার দিকে কবরে প্রবেশ করেন তিনি।

শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন জানান, রনি একজন ইউটিউবার। রাতে তাদের বাড়ির আঙিনায় পূর্ব-পশ্চিম দিক করে কবর খোঁড়েন তিনি। সেই কবরে কিছু খাবার, বাল্ব, পানি, কম্বল, বালিশ, ভিডিও ক্যামেরা ও মুঠোফোন নিয়ে প্রবেশ করেন তিনি। পরে ওপর থেকে তার ভাই আবু হাসান কবরের কাঠের দরজা লেগে দেন এবং সেই দরজার ওপরে মাটি চাপা দেন।

একইসঙ্গে দুটি পাইপ সেই কবরে ঢুকে দেওয়া হয়। কবরের ওপরে একটি পাইপের মুখে বৈদ্যুতিক পাখার সংযোগও দেন তিনি। এছাড়াও বৈদ্যুতিক বাল্ব জ্বালান ভেতরে। পাইপ দিয়েই কররের ভেতরে দেওয়া হয় বৈদ্যুতিক সংযোগ। এছাড়া ওই পাইপ দেওয়া হয় কবরে আলো-বাতাস প্রবেশ করার জন্য। এরপরে ইউটিউবার রনির ভাই কবরের বাইরে থেকে ভিডিও করতে থাকেন। আর রনি থাকেন ভেতরে। 

 

ইউটিউবার রনি ও পাশে থাকা কবরে অবস্থান নিয়েছিলেন তিনি

ইউটিউবার রনি ও পাশে থাকা কবরে অবস্থান নিয়েছিলেন তিনি

তিনি আরো জানান, রনির ইচ্ছা ছিল ওই কবরে ২৪ ঘণ্টা কাটানো। কিন্তু ঘটনাটি সকালে গ্রামে জানাজানি হয়। ইউটিউবে এক ভিডিও দেখে কবরে ২৪ ঘণ্টা কাটিয়ে ভাইরাল হওয়ার ইচ্ছা থেকেই এমন করেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কবর খুঁড়ে রনিকে উদ্ধারের পর গ্রেফতার করা হয়।

ইউটিউবার মিজানুর রহমান রনির বরাত দিয়ে তিনি জানান, কবরে রনির ভালোই সময় কাটে। কবরের পরিবেশ বেশ শীতল। সেখানে থাকাকালীন মুঠোফোন দিয়ে ভিডিওকলে তার ভাই আবু হাসানের সঙ্গে কয়েক দফা কথাও বলেছেন তিনি। ভাইরাল হওয়ার নেশায় এমন করেছেন তিনি। তাকে সঙ্গ দেন তার ভাই আবু হাসান। রনি যদি কবরে আরো সময় থাকতেন তাহলে তিনি মারাও যেতে পারতেন। এ কারণে তাকে ও তার ভাইকে অপরাধ সংগঠন নিবারণকল্পে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।