ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

করোনা সংক্রমণ বৃদ্ধি: অস্ট্রেলিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

অস্ট্রেলিয়ায় আবারও করোনা সংক্রমণ বাড়ায় দেশটির নাগরিকদের ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি বাড়ির ভেতরেও মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টের কারণে অস্ট্রেলিয়া বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে রয়েছে। সংক্রমণ ঠেকাতে চলতি মাসের শুরু থেকে দেশটিতে টিকার দ্বিতীয় বুস্টার ডোজও দেয়া শুরু হয়েছে। খবর আল-জাজিরার।  

মঙ্গলবার (১৯ জুলাই) অস্ট্রেলিয়ায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ২৪৮ জনে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

বর্তমানে প্রায় ৫ হাজার ২৩৯ অস্ট্রেলিয়ান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, যা গত জানুয়ারিতে রেকর্ড ৫ হাজার ৩৯০ জনের চেয়ে কিছুটা কম। 

তবে হাসপাতালে ভর্তি হওয়া লোকের সংখ্যা শিগগিরই সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি।

বুধবার (২০ জুলাই) এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের অন্তত অল্প সময়ের জন্য হলেও কিছু কাজ ভিন্নভাবে করতে হবে। ম্যাক্রো স্প্রেডিং (সংক্রমণ) ঠেকাতে বাড়ি থেকে কাজ করার মতো পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ 

পরে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘ওয়ার্ক ফ্রম হোম’ কোম্পানি এবং তাদের কর্মীদের মধ্যকার একটি বিষয়। আবার অনেক কর্মীর পক্ষে বাড়ি থেকে কাজ করা সম্ভব না-ও হতে পারে। 

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ দিনে দেশটিতে ৩ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।