ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কুমিল্লায় রেসিডেন্সিয়াল হোস্টেল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮  

কুমিল্লায় সামছুন্নাহার মীম নামে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সে কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল এবং সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিতরচর গ্রামের প্রবাসী আবদুল মোতালেবের মেয়ে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীর মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। 

 

জানা যায়, সামছুন্নাহার মীম কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তত্ত্বাবধানে পরিচালিত ওই প্রতিষ্ঠান সংলগ্ন রাবেয়া বশরী ছাত্রী নিবাসে থেকে লেখাপড়া করতো। প্রতিদিনের মতো সে রবিবার ওই ছাত্রীনিবাসে অবস্থান করছিল। বিকাল সাড়ে ৩টার দিকে সে ফ্যানের সাথে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ সন্ধ্যায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান জানান, রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীকে তার কক্ষে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুজি করে পাশের একটি পরিত্যক্ত কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃত দেখে পুলিশকে খবর দেয়া হয়।

সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে ছাত্রীর মরদেহ তার মা ও স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।