ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ঘাটে পড়েছিলো মিরাজ-মারিয়ার স্যান্ডেল পুকুরে পাওয়া গেল দুজনের লাশ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩  

কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে মিরাজ সরকার ও সাদিয়া আফরিন মারিয়া নামে দুই শিশু-কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার ছোট আলমপুর দাস বাড়ির পাশে পুকুরে এ র্দুঘটনা ঘটে।
মো.মিরাজ সরকার (৪) উপজেলার রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী মো. মারুফ সরকারের ছেলে এবং মোসা.সাদিয়া আফরিন মারিয়া (১৩) দেবিদ্বার পুরাতন বাজার মাদরাসা পাড়া এলাকার ব্যবসায়ী মো.নুরুল ইসলাম সুমনের মেয়ে। তারা উভয়েই ছোট আলমপুর দাস বাড়ি সংলগ্ন এলাকায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতো। এর মধ্যে মারিয়া মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।
নিহত মারিয়ার বাবা নুরুল ইসলাম সুমন বলেন, মারিয়াকে গোসল শেষ করিয়ে আমি পুকুর ঘাটের পাশেই আমার মোটরসাইকেল ধোঁয়া-মোছা করছিলাম। এসময় মারিয়া আমার পাশে দাঁড়িয়েছিল। মিরাজ পুকুরে বোতল নিয়ে সাঁতার শিখছিলো। এক পর্যায়ে মিরাজকে পানিতে ডুবতে দেখে আমার মেয়ে মারিয়া তাকে উদ্ধার করতে দ্রুত পুকুরে নামে। পরে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমি আমার মেয়েকে পুকুর ঘাটে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। তাকে কোথাও খুঁজে না পেয়ে পুকুর ঘাটে এসে দুইজনের পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখি। পরে আমিসহ আরও কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে মিরাজ ও মারিয়ার মরদেহ উদ্ধার করি। তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজ ও মারিয়াকে মৃত ঘোষণা করেন। বিকেলে জানাজা শেষে মিরাজকে তাদের গ্রামের বাড়ি নবীপুর ও মারিয়াকে দেবিদ্বার পুরাতন বাজার কুসাগাজি বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, পুকুরে ডুবে মিরাজ ও মারিয়ার মৃত্যুর ঘটনায় মিরাজের দাদা মো. আব্দুল বাতেন সরকার বাদি হয়ে দেবিদ্বার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে উভয়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।