ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

চাঁদপুরে দেবরের কোদালের আঘাতে ভাবি নিহত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ মে ২০২৪  

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দেবরের কোদালের আঘাতে রুজিনা আক্তার (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। 

নিহত রুজিনা চাঁদপুর শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের মিয়াজী বাড়ির প্রবাসী মো. সোহেল রানার স্ত্রী। তিনি একই উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচোঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলামের মেয়ে। আব্দুর রহিম ওরফে সাদ্দামের (৩৩) কোদালের আঘাতে রোজিনার মৃত্যু হয়।

dhakapost

অভিযুক্ত সাদ্দাম (ছবি : সংগৃহীত)

স্থানীয়রা জানান, বরুলিয়া গ্রামের মিয়াজি বাড়িতে সোমবার (৬ মে) সকালে ভিডিও কলে প্রবাসী স্বামী সোহেল রানাকে মাটি দিয়ে নির্মাণাধীন পিলারের গর্ত ভরাটের দৃশ্য দেখান রুজিনা। এতে ক্ষিপ্ত হয়ে দেবর সাদ্দাম হোসেন হাতে থাকা কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন।

মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো, জহিরুল ইসলাম বলেন, সোমবার দেবর সাদ্দামের সাথে বিল্ডিংয়ের পিলার তৈরি নিয়ে তার ভাবি রোজিনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দাম তার ভাবি রোজিনার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত রুজিনাকে বাড়ির লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি বলেন, পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রুজিনার অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। সাদ্দাম একটি মসজিদে ইমামতি করেন বলেও জানান তিনি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, সম্পত্তিগত বিরোধে দেবরের কোদালের কোপে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।