ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

চাঁদাবাজি মামলায় সান্তাহার পৌর মেয়র ভুট্টু বরখাস্ত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টুকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সh বিভাগে অনুলিপি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সান্তাহার পৌর এলাকার বাসিন্দা শহীদ মোল্লা গত ২০১৬ সালের ১০ জানুয়ারি আদমদীঘি থানায় মেয়র তোফাজ্জল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। যেহেতু তোফাজ্জল হোসেনের মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থে পরিপন্থী এবং জনপ্রতিনিধি হিসেবে জনসেবায় নিয়োজিত থাকা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়।

বিধায় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের প্রয়োজন। অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩১ এ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা প্রশাসকসহ সাত বিভাগকে অনুলিপি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে সান্তাহার পৌর মেয়র বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, একটি মিথ্যা ও সাজানো মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। তিনি বহিষ্কার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।