ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ছুটি না নিয়েও দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ২ শিক্ষিকা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

প্রাথমিকের সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন ও সুমাইয়া সুলতানা। অনুমতি ও ছুটি না নিয়েই প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তারা।ঘটনাটি রাজবাড়ীর বালিয়াকান্দির।

জানা যায়, উপজেলার নারুয়া ইউনিয়নের দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন ও একই ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমাইয়া সুলতানা।

এর মধ্যে সুমাইয়া সুলতানা কোনো অনুমতি ও ছুটি নেননি। আর রোজিনা খাতুন মাত্র দুদিনের ছুটি নিয়েছিলেন। তাদের এমন কাজে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের দুটির শিক্ষা কার্যক্রম। ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
বালিয়াকান্দি শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রোজিনা ২০১৬ সালের ৩ আগস্ট ও সুমাইয়া ২০১৬ সালের ১৮ জানুয়ারি সহকারী শিক্ষিকা পদে যোগ দেন। যোগদানের পর রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বর মাসের ৮ এবং ৯ তারিখ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। সুমাইয়া সুলতানা ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। জানা গেছে, তারা দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।


দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুজ্জামান বলেন, ‘২০২১ সালের ডিসেম্বর মাসে দুদিনের নৈমিত্তিক ছুটি নিয়ে সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন আর বিদ্যালয়ে আসেননি। পরে জানতে পারি, তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তার বিষয়ে সংশ্লিষ্ট অফিসে জানানো হয়েছে। একাধিকবার তদন্তও হয়েছে।’

খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকী বলেন, ‘কোনো অনুমতি ও ছুটি ছাড়াই সুমাইয়া সুলতানা ২০২০ সালের ১৭ মার্চ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তার পরিবার সূত্রে জানতে পেরেছি, তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তিনি আর চাকরি করবেন না। তার বিষয়ে সংশ্লিষ্ট অফিসে জানিয়েছি। পদ শূন্য ঘোষণার অপেক্ষায় রয়েছি। পদশূন্য হলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক বলেন, ‘ছুটি ছাড়াই রোজিনা খাতুন ও সুমাইয়া সুলতানা নামে দুজন শিক্ষিকা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এরই মধ্যে কয়েকবার তদন্তও হয়েছে। জানতে পেরেছি, তারা দুজনই আমেরিকা রয়েছেন। খুব দ্রুত দুটি শূন্য ঘোষণা করা হবে। শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে।’

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, ‘সহকারী শিক্ষক সুমাইয়ার বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় মামলা হয়েছে। দুই মাসের মধ্যে চূড়ান্ত বরখাস্ত হবে। রোজিনা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা কর্মকর্তা। এখনো জবাব পাওয়া যায়নি। প্রতিবেদন পেলেই সঠিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।