ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

জেলেদের চাল বিতরণে অনিয়ম, সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ মে ২০২৪  

চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়মকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার রাত ৮টায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল হোসেন ও কনস্টেবল আপেল মাহমুদকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই ইউনিয়নের সাড়ে চার হাজার কার্ডধারী জেলের চাল বিতরণ চলছিল। এসময় নির্দিষ্ট জেলের তুলনায় চাল কম হওয়ায় ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ৪০-৫০ জন জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি। এজন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ ঘোষণা করা হলে সাবেক ইউপি চেয়ারম্যান মনা খার ছেলে জসিম খানের নেতৃত্বে সেখানে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড ফাকা গুলি ছুড়ে।'

এসময় পুলিশের এসআই মকবুল হোসেনসহ আরও পাঁচ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের ২০ জন আহত হন বলে জানান তিনি।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'রাতে সেখানে চাল বিতরণের অনিয়ম নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজন মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছি।'

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম ডেইলি স্টারকে বলেন, 'আমরা সেখানে হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ পাঠাই। এসময় আমাদের ওপর চারপাশ থেকে হামলা চালানো হয়। এসময় বাধ্য হয়ে ফাকা গুলিবর্ষণ করি। পরে দেশিও অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে অন্য কেউ আহত আছে কিনা জানা নেই। আমরা এখনো ঘটনাস্থলে আছি। তবে কেউ আটক নেই।'