ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

তৃণমূল পর্যায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে: স্পিকার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২২  

দেশের তৃণমূলে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য উদাহরণ।

বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’-এর চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য কার্যকর আইন প্রণয়ন এবং নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করে উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছেন। ফলশ্রুতিতে নারীরা নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন। এসময় তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সংরক্ষিত নারী আসন অন্তর্ভুক্ত করেছেন - যা দূরদর্শী পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব নারীরা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সব ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন। পরে স্পিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিল্প সচিব জাকিয়া সুলতানা, ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অভিনেত্রী শমী কায়সারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী উদ্যোক্তারা।