ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দশ উপজেলার ২৫টি কেন্দ্রে মাতৃভূমি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

মাতৃভূমি ফাউন্ডেশন পরিচালিত “মেধাবীদের স্বপ্ন ছোঁয়ার সোপান” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার দশটি উপজেলার ২৫টি কেন্দ্রে মাতৃভূমি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে এক যোগে সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বিকাল ৪টা ৩০মিনিটে পরীক্ষা শেষ হয়। এতে ১শত ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন চান্দিনার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম। এসময় উপস্থিত ছিলেন মাতৃভূমি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল হক, মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে চেয়ারম্যান আলহাজ্ব এ.টি.এম.মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আবদুল মালেক, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা চান্দিনা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালেয় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা হারুন মাহমুদ, কুটম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির ভূইয়া, ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুল খালেক, পানিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, বরকোটা স্কুল এন্ড কলেজের প্রফেসর মো. জালাল উদ্দিন, অভিভাবক ফোরামের সম্মানিত সদস্যদের মধ্যে মো. আনোয়ার হোসেন, মো. শাহ আলম, মাও. মো. ফয়েজ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ি মো: রফিকুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশিদ সরকার, মো. মাসুদ রানা আপেল, মো. ময়নাল হোসেনসহ অভিভাবক ফোরামের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

বৃত্তি পরীক্ষায় ২৫টি কেন্দ্র পরিচালনা দায়িত্ব পালন করেন বৃত্তি প্রকল্পের সহ-সভাপতি এ.বি.এম. সলিমুল্লাহ, বৃত্তি প্রকল্পের পরিচালক মো. আব্দুল হাই যোবায়ের, ফাউন্ডেশন জেনারেল সেক্রেটারী মো. আবু নোমান সরকার, মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের চান্দিনা শাখার প্রিন্সিপাল মানজুর আহমাদ ছিদ্দিকী, রায়পুর শাখার প্রিন্সিপাল মো. ওমর ফারুক, আইটি ইনচার্জ মো. ইব্রাহিম খলিলসহ মাতৃভূমি শিক্ষা পরিবারের সকল সদস্য বৃন্দ।

মাতৃভূমি বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক এবং মাতৃভূমি ফাউন্ডেশন চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মো. আখতার হোসাইন সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।