ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দেবিদ্বার পৌরসভা নির্বাচন নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: শামী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ জুলাই ২০২৩  

নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, আগামী ১৭ জুলাই জনগণ নৌকার পক্ষে রায় দেবেন, ইতিহাস সৃষ্টি করবেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন নৌকা মনোনীত প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম। তিনি আরও বলেন, আমি যে এলাকায় যাই সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে সমর্থন জানাচ্ছেন। প্রায় ২২ বছর পর দেবিদ্বার পৌরসভা নির্বাচন হচ্ছে। মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া এ জনপদের জন্য কাজ করতে চাই, আমি যেখানে নির্বাচনী গণসংযোগে গিয়েছি, নিজের চোখে দেখেছি, মানুষ কত দুর্ভোগে আছে। অধিকাংশ রাস্তা-ঘাটের সংস্কার নেই, ভাঙাচোরা। এমনও রাস্তা আছে যেখানে এক কোদাল মাটিও পড়েনি দীর্ঘ ২২ বছরে। ভঙ্গুরদশা ড্রেনেজ ব্যবস্থা, অল্প বৃষ্টি এলেই রাস্তাঘাট ডুবে থাকে পানিতে, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরসভার সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। সাধারণ নাগরিকরা বছরের পর বছর টেক্স দিয়ে আসছে বিনিময় তারা কোন সুবিধা পাননি। আমি মাস্টার প্লানের আওতায় পুরো পৌরসভাকে ঢেলে সাজাবো। ওয়ার্ল্ড ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে অনুদান এনে এই পৌরবাসীর জন্য কাজ করব। আমি নির্বাচিত মেয়র হলে মানুষের এসব কষ্ট লাঘবে কাজ করব। সাধারণ মানুষের অভিযোগ শুনার জন্য একটি ‘হটলাইন’ চালু করব, যেখানে ২৪ ঘন্টাই ফোন করে মেয়রকে অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ১২ ঘন্টার মধ্যে কাজ না হলে সরাসরি মেয়রের অফিসে এসে জবাবদিহি চাইতে পারবেন। আমি বাধ্য থাকব আপনাদের কাছে জবাবদিহি করতে। তিনি আরও বলেন, আগামী ১৭ জুলাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে বিজয়ী করবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেবিদ্বার পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ ও নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।