ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দেড় হাজার কোটি টাকা লেনদেনে পুঁজিবাজারে উত্থান

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২  

ওষুধ ও রসায়ন, সিমেন্ট এবং প্রকৌশল খাতে সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেড় হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। ফলে দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১২২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান হলো।

এদিন সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৭ কোটি টাকা। যা চলতি বছরের ২৩ জানুয়ারি পর সর্বোচ্চ লেনদেন। এর আগে ২৩ জানুয়ারি লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটিতে ৩৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ১৫৮টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ ২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪১৯ কোটি টাকার বেশি।

সপ্তাহের দ্বিতীয় দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, মালেক স্পিনি, সাইফ পাওয়ার এবং তিতাস গ্যাস লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৩৭ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২২১ টাকার শেয়ার।