ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ভাংচুর

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯  

কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর হামলা ও দোকানে ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। রবিবার রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্নারা বাজারের মুনমুন কনফেকশনারীতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আমিনুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আমিনুল কিনারা গ্রামের মৌলভী ইদ্রিসের ছেলে। 
স্থানীয়রা জানায়, রবিবার রাতে ওই বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলামের মালিকানাধীন মুনমুন কনফেকশনারীতে এ হামলা চালায় স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমানের নের্তৃত্বে একদল সন্ত্রাসী। এসময় তারা আমিনুলের দোকানে ব্যাপক ভাংচুর করে ও লুটপাট চালায়। এসময় দোকানী আমিনুলকে কুপিয়ে ও তার ছেলে বিপ্লবকে পিটিয়ে আহত করে। ওই সন্ত্রাসী হামলায় মেম্বার মাহফুজ ছাড়াও তার অনুসারী সাদ্দাম, দিদার, পলাশ, মুকবুল, রাজু ও তুষারসহ ৩০-৪০ জন অংশগ্রহন করে। এসময় বাজারে উপস্থিত দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এরআগেও হেদায়েত উল্লাহ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে মেম্বার মাহফুজের বিরুদ্ধে।
তবে এ ঘটনার সাথে তিনি জড়িত নয় দাবী করে ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, আমি গত রাতের হামলার বিষয়ে কিছুই জানিনা। তবে এর আগে গত শুক্রবার ১৮ জানুয়ারী বিকেলে সড়কে দোকানী আমিনুল পানি ছিটানোর সময় আমার এলাকার দুই তরুনের গায়ে পানি পড়ে। এনিয়ে দু’পক্ষের মাঝে তর্কবিতর্কের একপর্যায়ে আমি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। এরপর কি হয়েছে আমি জানিনা।
ব্যবসায়ী আমিনুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার আমার ভাই দোকানের সামনের সড়কে পানি ছিটানোর সময় মাহফুজ মেম্বারের অনুসারী দুই তরুনের গায়ে পানি পড়ে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে স্থানীয়রা মিলে বিষয়টি মীমাংসা করে দেয়। এর কিছুক্ষণ পর মেম্বার মাহফুজ তার দলবল নিয়ে এসে আমিনুলকে হুমকি ধমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর বিষয়টি বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ঢালুয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরকে জানায় আমার ভাই আমিনুল। চেয়ারম্যান খুব শীঘ্রই স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠক করে একটি সুষ্ঠু সমাধান করে দিবেন বলে আমিনুলকে আশ্বস্থ করেছেন। কিন্তু এর আগেই মেম্বার মাহফুজ তার দলবল নিয়ে এসে আমার ভাইয়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন, সন্ত্রাসী হামলায় আমার ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বেশ কয়েকটি কোপ দেয়া হয়েছে এবং তার ছেলে বিপ্লবকেও পিটিয়ে আহত করেছে তারা। 
নাম প্রকাশ না করার শর্তে ওই বাজারের এক ব্যবসায়ী বলেন, মেম্বার মাহফুজ একজন সন্ত্রাসী। এরআগে সে একই বাজারের হেদায়েত উল্লাহ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলা চলমান।    
জানতে চাইলে মন্নারা বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। তবে স্থানীয়দের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। 
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কয়েকজন ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলামের উপর হামলা চালিয়েছে এবং তার দোকান ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।