ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ৯ জেলে সুন্দরবনে উদ্ধার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২  

বঙ্গোপসাগরে নিন্মচাপের কারণে ডুবে যাওয়া ট্রলারের ৯ জন জেলেকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাগা দোবেকী টহল ফাঁড়ির আওতাধীন ছোদনখালী খাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন।

যৌথভাবে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুরে তাদের জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও বন বিভাগ।

উদ্ধারকৃত জেলেরা হলেন পটুয়াখালী জেলার কালাপাড়া থানার লালুয়া গ্রামের হিরু মাঝি, সালিমপুর গ্রামের জলিল হাওলাদার, নিলগঞ্জ গ্রামের ফারুক হাওলাদার, চিনগুড়িয়া গ্রামের মো. ফিরোজ, মো. করিম খান, সবুজ হাওলাদার, লালুয়া গ্রামের মো. ইউসুফ, জহিরুল মেরদা ও চারিপাড়া গ্রামের সেলিম হাওলাদার।

নিখোঁজ জেলেরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লালুয়া গ্রামের আব্বাস খাঁ, চান্দুপাড়ার জুয়েল খাঁ, বনাতী গ্রামের রাকিবুল ও চিংড়ীয়া গ্রামের দুলাল হাওলাদার।

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কাগাদোবেকি স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই জেলেরা গত ১৬ আগস্ট পটুয়াখালী জেলার মহিপুর মৎস্য বন্দর থেকে সাগরে যান। নিন্মচাপের প্রভাবে ১৯ আগস্ট তাদের ট্রলারটি ডুবে যায়। চার সিলিন্ডারের এমভি ওবায়দুল নামের ওই ট্রলারটির মালিক পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ওবায়দুর গাজী।

ইসমাইল হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুরে ছোদন খালী খালে নিয়মিত টহল চলছিল। এ সময় বনের পাড়ে কয়েকজনকে প্রায় অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। কোস্ট গার্ডের একটি টহল দলও সেখানে ছিল। পরে আমরা যৌথভাবে ভুক্তভোগীদের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারি। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থা স্বাভাবিক হলে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।’

উদ্ধারকৃতদের বরাত দিয়ে তিনি বলেন, ‘তারা ১৩ জন সাগরে মাছ ধরতে যায়। ট্রলার ডুবে যাওয়ার সময় দুইজন সেখান থেকে বের হতে পারেনি। বাকি ১১ জন সাগরে ভাসছিল। এর মধ্যে দুজন সাগরের ঢেউয়ে নিখোঁজ হন। বাকি ৯ জন ভাসতে ভাসতে সুন্দরবনের কালীরচর এলাকায় আশ্রয় নেন। পরে সেখান থেকে কাঠের ভেলা তৈরি করে কোনোরকমে ছোদনখালী খালের গোড়ায় এসে অবস্থান নেন। নিয়মিত টহল দেওয়ার সময় তাদের দেখতে পেয়ে কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার করা হয়।’