ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে কমছে না সিএনজি ভাড়া

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ জুন ২০১৯  

মানুষের মাঝ থেকে ঈদের আমেজ কমলেও, বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কে কমছে না সিএনজি অটোরিক্সা ভাড়া। ঈদুল ফিতরের দোহাই দিয়ে কুমিল্লা শাসনগাছা থেকে বড়িচং ব্রাহ্মণপাড়া সড়কে যাত্রীদের জিম্মি করে, ঈদের এক সপ্তাহ পূর্ব থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি অটোরিক্সা চালকগণ। প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলেও মানছেনা এই সড়কে চলাচলকারি যানবাহন চালকরা।
সরজমিনে ঘুরে দেখা গেছে এবং জানা গেছে, ঈদের ছুটি শেষে সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরে গত রবিবার হতে কার্যক্রম পূর্বের মত শুরু হয়েছে। এতে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসা যাওয়া এবং সাধারন মানুষ যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে। ঈদুল ফিতরের পরবর্তী ৬ দিন অতিবাহিত হয়ে ঈদের আমেজ শেষ হলেও, সিএনজি অটোরিক্সা চালকরা এখনো অতিরিক্ত ভাড়া আদায়ে শত ভাগ লিপ্ত রয়েছে। এতে বিভিন্ন ভাবে যাত্রীদেরকে জিম্মি ও হয়রানী করছে বলে অভিযোগও রয়েছে চালকদের বিরুদ্ধে। 
এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ঈদ শেষ হল আজ ৬ দিন। ২ দিন হল সকল অফিস আদালত খুলেছে। ২দিন যাবত কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়ায় এসে অফিস করতেছি। সব যায়গায় ঈদ শেষ হলেও এই সড়কে ঈদ নাকি শেষ হয় নাই। ঈদের এক সপ্তাহ আগে থেকে সিএনজি চালকরা ৫০ টাকার ভাড়া ১০০ টাকা নেওয়া শুরু করেছে এখনো ১০০ টাকাই নিচ্ছে। 
অন্যদিকে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা গামী একজন সিএনজি যাত্রী বলেন, যাত্রীরা তাদের বিভিন্ন প্রয়োজনে জেলা শহরে যেতে হয়। সিএনজি চালকরা যা ভাড়া চায় তা দিয়েই যেতে হবে। তা না হলে তারা নেবে না। কুমিল্লা বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি চালকদের কাছে সাধারন যাত্রীরা এক প্রকার জিম্মি। এই ব্যাপারে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, গতকাল যাত্রীদের হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কয়েকজন সিএনজি চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। 
এ সময় তিনি সিএনজি চালকদের বলেন, যাত্রীদের হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোন অভিযোগ ও সত্যতা পাওয়া গেলে সিএনজি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
অপর দিকে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবিরের নির্দেশে, এস আই রাজু আহাম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়া সদর বাজারের সিএনজি ষ্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানী না করার বিষয়ে চালকদের সাথে মত বিনিময় করেন। এ সময় পুলিশ সিএনজি চালকদের শতর্ক করে দেন এবং অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানী বিষয়ে কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের কথা চালকদের জানান। 
পরে পুলিশ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, কোন যাত্রীকের যদি কোন চালক হয়রানী করে এবং ঈদের দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করে তাহলে, আপনারা সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে বিষয়টি জানানোর আহবান জানান।