ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ব্যাংকের সিসি ক্যামেরায় রং লাগিয়ে ভল্ট ভেঙে ২৭ লাখ টাকা চুরি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২  

চাঁদপুরের মতলবে একটি ব্যাংকের উপ-শাখায় ভল্ট ভেঙে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শনাক্ত এড়াতে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে তারা। এমনকি নিয়ে যায় সিসিটিভি ফুটেজের রেকর্ডের হার্ডডিস্কও।

বুধবার রাতে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-শাখায় এমন চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় সাড়ে ২৭ লাখ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

জানা গেছে, বুধবার রাতে ব্যাংকের দোতালা ভবনের পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে চোরের দল। ভেতরে প্রবেশ করে তারা সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে  যাতে করে তাদের শনাক্ত করা না যায়। পরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভল্ট ভেঙে ২৭ লাখ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় চোরের দল সিসিটিভি ফুটেজের রেকর্ডের হার্ডডিস্ক নিয়ে যায়। যাতে এ ঘটনার কোনো প্রমাণ না থাকে।

এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অর্থ), মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিআইডির ইন্সপেক্টর আবু জাহিদ তুহিন, পিবিআই ইন্সপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ।

এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার এমএ হালিম ভূঁইয়া বলেন, প্রতিদিনের মতো গত ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যাই। পরদিন ২৮ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী ম্যানেজার সাদ্দাম হোসেন দেখতে পান জানালার গ্রিল কাটা এবং ভল্ট খোলা। পরে তিনি আমাকে ও পুলিশকে খবর দেন।

ঘটনা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, থানা ও গোয়েন্দা পুলিশ, সিআইডি এবং পিবিআই পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে এখন ঘটনার তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের পুলিশ আটক করতে সক্ষম হবে বলে আশা করছেন তিনি।