ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ব্রাহ্মণপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২  

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য বাস্তবায়িত অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যপারে ওই এলাকার বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম কুমিল্লা জেলাপ্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
জানা গেছে, উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য বাস্তবায়িত অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোঃ মনিরুল ইসলাম ভূয়া উপকার ভোগীদের একসেট তালিকা ও সুবিধা বঞ্চিত প্রকৃত শ্রমিকদের একসেট তালিকা সংযুক্ত করে কুমিল্লা জেলাপ্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন। এতে উল্লেখ করা হয় ২০২১-২২ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য বাস্তবায়িত অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)'র উপকার ভোগীদের চুয়ান্ন জনের তালিকার অধিকাংশই ভূয়া। এদের মধ্যে গ্রাম পুলিশ, স্কুল শিক্ষক, প্রবাসীসহ সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাদের মধ্যে কেউ কেউ চেয়ারম্যানের খাস লোক। অথচ প্রকৃত সুবিধা ভোগীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি এই কর্মসূচীতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুবিধা বঞ্চিতরা এ ব্যপারে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শর্ত অনুযায়ী এ কর্মসূচীতে সুবিধাভোগী হতে পারবেন তারা, যিনি কর্মক্ষম, ভূমিহীন যার বসতবাড়ি ব্যতীত ০.১০ একর এর কম জমি আছে। বেকার অদক্ষ শ্রমিক/দিনমজুর হতে হবে। সরকারের অন্য কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর সুবিধা ভোগ করছেন না এমন কেউ। অথচ অভিযোগে উল্লেখিত সুবিধাভোগীদের কেউই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শর্তানুসারে প্রকৃত সুবিধাভোগী নয়।
এ ব্যাপারে প্রকল্পের সুবিধাভোগী ২৮ নাম্বারের অলুয়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ আনোয়ার হোসেনের মোবাইল নাম্বারে ফোন করলে তার স্ত্রী বলেন, 'আমার স্বামী এখন বিদেশে আছে।' অলুয়া গ্রামের আরেক সুবিধাভোগী গ্রাম পুলিশ মোঃ আলী আশরাফ বলেন, 'আমরা যারা গ্রাম পুলিশ এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছি,আমরা প্রত্যেক কিস্তিতে ৮ হাজার টাকা করে পেয়েছি, এভাবে তিন কিস্তি পেয়েছি। প্রতি কিস্তি পেয়ে আমরা চেয়ারম্যানের নির্দেশানা মতে ৬ হাজার টাকা করে পরিষদের সেক্রেটারির কাছে জমা দিয়েছি, আর বাকি ২ হাজার টাকা নিয়েছি।' গ্রাম পুলিশ হিসেবে আপনি হতদরিদ্রদের কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেন কি-না এ প্রশ্নের জবাবে গ্রাম পুলিশ আলী আশরাফ বলেন, 'এ ব্যপারে আমি কিছু জানি না।' প্রকল্পের আরেক সুবিধাভোগী আলহেরা কিন্ডারগার্ডেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অলুয়া গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে মোঃ আলী হোসেন বলেন, 'আমি প্রকল্পের টাকা আমার মোবাইলে আসার পর আমি বয়স্ক অন্য একজনকে টাকা দিয়ে দিতাম। আমি এই টাকা কখনও নিইনি।'
এ ব্যপারে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, 'আমি চেয়ারম্যান হিসেবে নতুন, তাই অতিদরিদ্রের জন্য আসা কর্মসূচীর কাজে কিছুটা অনিয়ম হয়েছে সত্য। আমি এই লিষ্টটা সংশোধন করে সঠিক লিষ্ট করবো।' গ্রাম পুলিশের করা অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'গ্রাম পুলিশেরা সচিবকে ছয় হাজার টাকা করে দিয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না, এটা সচিব সাহেব বলতে পারবে।'
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, ' এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেয়েছি, এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'