ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ভুয়া ম্যাজিস্ট্রেট দিয়ে মার্কেট দখলের চেষ্টা, অতঃপর...

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার রেজভীয়া মার্কেটের কয়েকটি দোকান ভুয়া ম্যাজিষ্ট্রেট, সাংবাদিক এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে কাশেম ও বাবুলের নেতৃত্বে জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ফকির বাজার রেজভীয়া মার্কেটের মালিক মোঃ ফারুক হোসাইন রেজভী । উক্ত মার্কেটের জায়গা নিয়ে জয়নাল আবদীনের সাথে তার বিগত কয়েক বছর যাবত বিরোধ চলে আসছিলো।

উক্ত বিরোধের জের ধরেই জয়নাল আবদীনের ভাই কাশেম সদর উপজেলার রসুলপুর এলাকার মৃত আঃ হাকিমের ছেলে ভাড়াটে সন্ত্রাসী বাবুল (৪৫) সহ আরো বেশ কয়েকজন কে মার্কেটের দোকান দখল করার জন্য ভাড়া করে আনে। অভিযোগকারী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গত ১৭ অক্টোবর দুপুর ২টায় একটি কালো রংয়ের হাইএইচ গাড়ী (নাম্বার প্লেট ঢাকা মেট্রো-খ-১৩-২১৪৪) নিয়ে রেজভীয়া মার্কেটের সামনে এসে দাড়ায় এবং গাড়ী থেকে কাশেম, বাবুলসহ অজ্ঞাতনামা একজন মহিলা ও তিনজন যুবক গাড়ি থেকে নামে। তিনটি মোটর সাইকেল যোগে ৬/৭ জন সন্ত্রাসী বাবুলের সাথে যোগ দেয়। মার্কেটের দোকানদার কাজী মহিউদ্দিন বলেন বাবুলসহ অন্যরা তার খাবার হোটেলে এসে জানায় তার সাথে মহিলা ম্যাজিষ্ট্রেট, সাংবাদিক রয়েছেন। এবং গাড়ি আসা নারী ও যুবককে দেখিয়ে বলে, এখনি হোটেল ছেড়ে দিতে হবে, আমরা বিজ্ঞ আদালত থেকে রায় পেয়েছি। ম্যাজিষ্ট্রেট মেডাম এবং সাংবাদিক আসছে এখন উচ্ছেদের কাজ চলবে। দোকানদার মহিউদ্দিন মার্কেটের মালিকের সাথে কথা বলার জন্য মোবাইল হাতে নিতেই ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় বাইকে আসা যুবকরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং মারধর শুরু করে মহিউদ্দিনকে । খাবার হোটেল এবং পাশ্ববর্তী ফার্নিচার দোকানের বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে দোকানের মালামাল এবং সাইন বোর্ড বাইরে ফেলে দেয়। দোকানদার সফিকুল ইসলাম জানান, খাবার হোটেল এবং আমার ফার্নিচার দোকানের মালামাল বাহিরে ফেলে দিয়ে আমার পাশের দোকান ভাঙ্গচুর চালাতে আসার সময় প্রথমে মার্কেটের মালিক এবং কিছুক্ষণ পর পুলিশ এসে মার্কেটের সামনে নামা মাত্রই ভুয়া ম্যাজিষ্ট্রেট, সাংবাদিক এবং বাবুলসহ সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

তখন আমরা বুঝতে পারি এরা ভুয়া ম্যাজিষ্ট্রেট ও ভুয়া সাংবাদিক ছিলো। বাবুলের ফোনে বহুবার চেষ্টাকরে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সাথে সাথে পুলিশ এসে ঘটনাস্থল থেকে কাশেমকে থানায় নিয়ে যায়। মার্কেটের মালিক ফারুক হোসাইন জানান আমি খবর পেয়ে দ্রুত ৯৯৯ ফোন করে ঘটনা স্থলে আসে। মার্কেটের মালিক ফারুক অভিযুক্ত সন্ত্রাসী কাশেম এবং বাবুলকে ঘটনার কারন জিজ্ঞাসা করতেই তারা ক্ষিপ্ত হয়ে হুমকি ধমকি প্রদর্শন করে। পুলিশ আসার সাথে সাথে কাশেম ছাড়া সকলে উধাও হয়ে যায়। মার্কেট মালিক ফারুক এঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেছেন মামলা নং ২১/৩৭৮। ফারুক আরো জানান, বর্তমানে মার্কেটের জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন আছে মামলা নং-৫৫৮/১৮।

এই বিষয়ে জানতে বুড়িচং থানা পুলিশের এস.আই সুজন শ্যামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আসামী কাশেমকে ঘটনাস্থল থেকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূয়া সাংবাদিক ও ম্যাজিস্ট্রেটসহ সন্ত্রাসী বাহিনীর অন্যন্যরা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।