ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাকে সরিয়ে বউকে আনছেন তারেক, বিরোধে বিএনপি নেতারা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হচ্ছে তারেক রহমানের গাফিলতিতে- এমন ধারণা এতদিন গুঞ্জন আকারে ঘুরলেও তা বাস্তবে রূপ নিতে চলেছে। জানা গেছে দলীয় প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার বিকল্প হিসেবে তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমানকে ভাবা হচ্ছে। বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দলের কাউন্সিল হোক বা তার মুক্তির পর কাউন্সিল হোক, দলীয় প্রধান হিসেবে দলের মধ্য থেকে তার বিকল্প ভাবা হচ্ছে। দলকে শক্তিশালী করতেই ড. জোবায়দা রহমানকে দলীয় প্রধানের দায়িত্বে আনতে চাইছেন তারেক রহমান।

তিনি আরও বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে তিনি মুক্তি পেয়ে দলের হাল কতটুকু ধরতে পারবেন, তা নিয়ে নেতাদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ধরে নেয়া যেতে পারে যে, খালেদা জিয়া দলীয় প্রধান না হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রধান হবেন। তবে যেহেতু তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তাই জোবায়দা রহমানকেই যোগ্য বিকল্প বলে ভাবা হচ্ছে।

বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে দলের এক সাংগঠনিক সম্পাদক বলেন, এরকম সিদ্ধান্ত অযৌক্তিক। রাজনীতিতে অনভিজ্ঞ একজনকে দলের প্রধান করার অর্থ হচ্ছে দলের ভীত নড়বড়ে হয়ে যাওয়া। যেখানে দলকে বাঁচিয়ে রাখা জরুরি সেখানে তারেক রহমান আছেন বিএনপির ক্ষমতা জিয়ার পরিবারের মধ্যে ধরে রাখতে। যদি বেগম জিয়ার বিকল্প কাউকে খুঁজতে হয় তবে তাকে অবশ্যই রাজনীতি সচেতন ব্যক্তি হতে হবে। আমি মনে করি জোবায়দা রহমান সেখানে যোগ্য নয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তিনিই দলের প্রধান হিসেবে থাকবেন- এটা দলের সকল স্তরের নেতাদের প্রত্যাশা এবং একমাত্র চাওয়া। সংগঠনে তার শূন্যতা অনুভূত হলে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে তারেক রহমান নেতৃত্ব দিতেই পারেন। কিন্তু মায়ের স্থলে বউকে আনার চিন্তা সমীচীন নয়।

এদিকে তারেক রহমানের এমন সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের অনেকেই। বিরোধী অবস্থান থেকে মতামত দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি বলেন, আমি মনে করি, কাউন্সিলের আগে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রাধান্য দেয়া উচিত। তার মুক্তির আগে কাউন্সিল করা উচিত হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর জোবায়দা রহমানকে ভাবাটাও অযৌক্তিক। বেগম খালেদা জিয়ার মুক্তির পর তারপর দলীয় নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে কেননা তার যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সেটা কাজে লাগানো উচিত।