ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতির কারণে অচলবস্থা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

গত তিনদিন ধরে কুমিল্লা কালেক্টরেটের উচ্চমান সহকারী আবদুল হাকিম কর্মচারীদের সাথে আন্দোলন করছেন। যিনি ক্রন্দনরত অবস্থায় জানান তার চাকুরী মাত্র আর ১দিন আছে। তিনি ৩৫ বছর চাকুরী করে মাত্র উচ্চমান সহকারী হয়েছেন ২ বছর হয়। কিন্তু আর্থিক কোন সুবিধা তিনি পাননি। একটি ভাল পদ নিয়ে অবসরে যাবেন দীর্ঘ আশা ছিল এ কর্মচারীর। কিন্তু আজই তার শেষ অফিস, তবুও ছোট ভাইদের কিছু একটা হবে এই আশায় কর্মচারীদের কর্মসূচিতে যোগ দেন আবদুল হাকিম। এভাবে আরো অনেক কর্মচারী রয়েছেন যাদের চাকুরী কারো ছয় মাস কারো একবছর রয়েছে। কিন্তু একই পদে থেকে অবসরে যাবেন। মাঠ প্রশাসনের বেশিরভাগ কর্মচারী অফিস সহকারী থেকে পদোন্নতির সুযোগ পাচ্ছেন না। অফিস সহকারী হিসেবেই চাকরি জীবন শেষ করতে হচ্ছে তাদের। কর্মচারীরা জানান, পদোন্নতি ছাড়াই একই পদে কাজ করছেন মাঠ প্রশাসনের এমন হাজার হাজার কর্মচারী। এই কষ্ট নিয়ে অবসরে যাচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। এই বৈষম্যের অবসান চেয়ে দুই দশক ধরে নানাভাবে আন্দোলন করছেন তারা। পদবি ও গ্রেড পরিবর্তনের জন্য তারা প্রধানমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন একাধিকবার। নীতিনির্ধারকদের দ্বারে দ্বারে ঘুরেছেন বহুবছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদোন্নতির নির্দেশনা দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। যার দরুণ মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীরা পদবি ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে কর্মবিরতিতে রয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ব্যানারে এ কর্মসূচি করছেন তারা। এরই অংশ হিসেবে মঙ্গলবার থেকে টানা তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন তারা। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন ধরনের কাজে অংশ নিচ্ছেন না। ফলে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে সকল প্রকার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মবিরতি পালনকালে কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থান করছেন কর্মচারীরা। এ দাবিতে কর্মচারীরা গত জানুয়ারি ও ফেব্রূয়ারির প্রথমার্ধ পর্যন্ত আন্দোলন করেছেন। হাজিরা খাতায় স্বাক্ষর করে টানা কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান ও সভা-সমাবেশ করেছেন নিজ নিজ কার্যালয়ে। দিনে দু’-তিন-চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু ওই সময়ের মধ্যে দাবি না মানায় ফের আন্দোলন করছেন তারা। এ পর্যায়ে তিনদিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। আগামী ২৭ মার্চের মধ্যে দাবি আদায় না হলে ২৮ মার্চ জাতীয় প্রেসকাবের সামনে মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বাকাসস কেন্দ্রীয় কমিটি। আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেয়ার পরও দাবি না মানা রহস্যজনক। আমাদের সাথে অনেকেই একই পদে থেকে অবসরে গিয়েছে এবং কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। এমনিভাবে অনেক কর্মচারী কুমিল্লা কালেক্টরেটের অধীনে দীর্ঘ ৩৪-৩৫ বছর চাকরী করেও কোন পদোন্নতি পাননি। জানা যায়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও পদবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছেন। কর্মচারীরা জানান, একই পদের ২১ ধরনের বিভিন্ন দপ্তরের কর্মচারীর পদবি ও গ্রেড পরিবর্তন হয়েছে। ১৯৯৫ সালের ১৯ মে সচিবালয়ের প্রায় দুই হাজার তৃতীয় শ্রেণির কর্মচারীকে দ্বিতীয় শ্রেণির কর্মর্কতা পদে উন্নীত করা হয়। কিন্তু তাদের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। যে পদে চাকরিতে ঢুকছে, সে পদ নিয়েই অবসরে যেতে হচ্ছে। এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে। সব বিভাগের কর্মচারীদের পদোন্নতি হয়, আমাদের হয় না। এ বঞ্চনা থেকে মাঠ প্রশাসনের কর্মচারীদের উদ্ধার করতে হবে। অন্যথায় মাঠ প্রশাসনের কর্মচারীরা আরো কঠোর আন্দোলন করবে। ৩য় দিনের কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখার সহসভাপতি  সুলতান মো: নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান, সহসভাপতি আবদুল মমিন, এনামুল হক, হাবিবুর রহমান, আবু বক্বর ছিদ্দিক হেলাল, যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইমাম উদ্দিন ইউসুফ, মাইনুদ্দিন, আমান উল্লাহ, কাউছার আহমে, মনির হোসেনসহ প্রমুখ । জানা যায় বুধবার কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর কর্মচারীদের দাবী দাওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে জনপ্রশাসন সচিব বরাবরে সুপারিশসহ পত্র প্রেরণ করেছেন।