ব্রেকিং:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুকি চিনের রক্তথাবায় বিপন্ন সবুজ পাহাড় জুলাইয়ে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নশিপ বেল্ট বিক্রি ৫৮ কোটি টাকায়

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বক্সিং লড়াইগুলোর একটি হু ইজ দ্য ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’? জর্জ ফোরম্যানের বিপক্ষে লড়াই করেছিলেন মোহাম্মদ আলী।

১৯৭৪ সালের ৩০ অক্টোবর কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে সৃষ্টি হয়েছিল এক ইতিহাস। ২৫ বছর বয়সী ফোরম্যানের মুখোমুখি ৩২ পেরেনো মোহাম্মদ আলী।  সেদিনই তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, কেন তাকে ‘গ্রেটেস্ট’ বলা হয়। ‘আন্ডারডগ’ হিসেবে নেমে অষ্টম রাউন্ডে তার হাতে নকআউট ফোরম্যান!

‘রাম্বল ইন দ্য জাঙ্গল’খ্যাত সেই হেভিওয়েট ম্যাচটি অনেকের চোখেই ‘তর্কযোগ্যভাবে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট’।  জয় তুলে নেওয়ার পর আলী পেয়েছিলেন চ্যাম্পিয়নশিপ বেল্ট।

সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা হিসেবে অনেকের কাছেই স্বীকৃত মোহাম্মদ আলী ছয় বছর আগেই মারা গেছেন। ডালাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন জানিয়েছে সেই বেল্টের সর্বশেষ খবর। 

 

বেল্টটি নিলামে তোলা হয়েছিল। কাল আলীর ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াই জয়ের বেল্টটি ৬.১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ কোটি ৩০ লাখ টাকা) কিনে নেন এনএফএলের দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের মালিক জিম ইয়ারসে। 

তিনি নিজেও টুইট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রক মিউজিক, পপ কালচার এবং ইতিহাস নিয়ে নিজের সংগ্রহশালা সমৃদ্ধ করতে আলীর বেল্টটি কিনেছেন। এখন তাঁর সেই সংগ্রহশালা যুক্তরাষ্ট্র ঘুরে ঘুরে প্রদর্শন করা হচ্ছে। ২ আগস্ট শিকাগোর নেভি পিয়ের এবং ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপলিসে বেল্টটি প্রদর্শিত হবে।

জিম ইয়ারসের সংগ্রহশালা বেশ সমৃদ্ধ। বিভিন্ন স্মারক সংগ্রহে রাখতে প্রচুর টাকা খরচ করেন আমেরিকান এই ব্যবসায়ী। 

গ্যালারিতে ৬০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হয়েছিল সে ম্যাচ। আর বিশ্বজুড়ে টিভিতে দেখেছিলেন ১০০ কোটিরও বেশি দর্শক। সে সময় টিভিতে সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠান সর্বোচ্চসংখ্যক দর্শক দেখার রেকর্ড এটি। আয়োজকেরা তুলে নেন ১০০ মিলিয়ন ডলারের বেশি।