ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ মে ২০২৪  

কুমিল্লা সদর দক্ষিণের রামচন্দ্রপুর ফল্ডারপাড় গ্রামে বাইজিদ হৃদয় নামের যুবককে গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যুবক হৃদয়ের উপর অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় তোলে সচেতন মহল। তারাও এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
নির্যাতনের শিকার হৃদয়ের মা বকুল জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ফল্ডারপাড় গ্রামের কবির ও তার ভাই জসিম ৪ মে শনিবার সকালে টাকা পাওয়ার অভিযোগ এনে বাইজিদ হৃদয়কে মারধর করে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়।
হৃদয়কে ঘর থেকে তুলে নেয়ার সময় বাধা দিলে কবির ও জসিম আমাকে এবং আমার শাশুড়িকে মারধর করে। পরে হৃদয়কে জোরপূর্বকভাবে উঠিয়ে নিয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। দীর্ঘক্ষণ শারীরিক নির্যাতনের পর ৫ মে রবিবার স্থানীয় জাকির মেম্বারের কাছে প্রায় অজ্ঞান অবস্থায় তাকে রেখে যায়। হৃদয়ের উপর অমানবিক নির্যাতনের ফলে পুরো শরীরে আঘাতের চিহ্ন ফুলে উঠে। নির্যাতনকারী কবির ও জসিমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হৃদয়ের মা বকুল।
স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন জানান, হৃদয় নামক ছেলেটির উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি হওয়া উচিত।
অভিযুক্ত কবির হোসেন জানান, পাওনা টাকা না দেওয়ার হৃদয়কে মারধর করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।