ব্রেকিং:
কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রোহিঙ্গা সন্ত্রাসীদের ভয়ে রাত জেগে পাহারা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২  

পাড়া-পড়শির ঘুম নেই, থেমে নেই রোহিঙ্গাদের সন্ত্রাসী কার্যকলাপ। তাদের আক্রমণ থেকে রক্ষা পেতে পালাক্রমে পাহারা বসিয়ে রাত পার করছেন স্থানীয়রা।

কয়েকদিন আগে রোহিঙ্গা সন্ত্রাসীরা ডাকাতির বার্তা পাঠিয়েছে। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকার বাসিন্দারা। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুড়া এলাকায় ডাকাতের ভয়ে স্থানীয় মেম্বারসহ গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসী। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় উখিয়া-টেকনাফের মানুষ এখন রাতে ঘুমাতে ভয় পায়। উখিয়া-টেকনাফের মানুষ এখন খুবই ভয়ের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন।

গত ৩০ জুন ভোরে জাদিমোরার স্থানীয় বাসিন্দা হাবিব উল্লার পরিবারের ওপর গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসী হাসেম উল্লাহ গ্রুপ। এ সময় হাবিবের পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হয়। ঐদিন টেকনাফ থানায় হাবিব উল্লাহ বাদী হয়ে মামলা করেন। এ মামলার অন্যতম আসামি জাদিমোরা ২৭ নম্বর ক্যাম্পের ৮ নম্বর ব্লকের বাসিন্দা মৃত বশরের ছেলে ফজল হক (৫০) ও একই ক্যাম্পের মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)। তাদের গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বলেন, স্থানীয় তিন বাসিন্দার ওপর গুলিবর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোনো অপরাধীর ছাড় নেই। ক্যাম্প এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

গোপন সূত্রে জানা যায়, পাহাড়ি রোহিঙ্গা ডাকাতেরা বড় বড় ইয়াবার গডফাদার। তারা মূলত ইয়াবার চালান খালাস করতেই ডাকাতের রূপধারণ করেছে। এবং বিভিন্ন সময় অপহরণ করেও মুক্তিপণ আদায় করছে।

সম্প্রতি রোহিঙ্গা ডাকাতরা স্থানীয়দের চিঠির মাধ্যমে খবর দেয় যে, জাদিমুড়া এলাকায় ডাকাতি হবে। এমন বার্তায় ঘুম হারাম হয়ে গেছে হ্নীলার এলাকার মানুষের।

স্থানীয় সংবাদকর্মী এহসান জানান, এখানে স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষ রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন রোহিঙ্গা ডাকাতদের ভয়ে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, উখিয়া-টেকনাফের মানুষ ইয়াবা, সন্ত্রাস এবং সর্বোপরি রোহিঙ্গাদের থেকে বাচঁতে চায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্জুর মোর্শেদ বলেন, ক্যাম্পের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন আর্মড পুলিশ ব্যাটলিয়ান। তারা আমাদের সহযোগিতা চাইলে অবশ্যই আমরা তাদের সঙ্গে যুক্ত হবো। 

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিষয়ে আমাদের মনোভাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ফলে অপরাধ করে কেউ পার পাবার সুযোগ নেই।

২০২১ সালে মাদক, ডাকাতি, সন্ত্রাস, খুন, রাহাজানি, অগ্নি সংযোগ, মানব পাচার-গুম, অপহরণ ও নারী ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ২৭০০ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।