ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

লালমাইয়ে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ মে ২০২৪  

কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৩ মে বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদ আহমেদ কে কুপিয়ে হত্যা ও প্রবাসী সহ পাঁচ জন আহতের ঘটনায় নিহত ফরিদের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামী করে লালমাই থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, উপজেলার নাটোপাড়ায় সিএনজি চালিত অটো রিকশার সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদ (৪০) নামে এক কেয়ারটেকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে দুজন ইতালি প্রবাসীসহ আরও ৫জন। শুক্রবার ৩ মে বিকেল ৫ টায় এই ঘটনা ঘটে। হামলাকারী মামুনকে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ লাকসাম উপজেলার এলাইচ গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে আবুল হাশেমকে গ্রেফতার করে।
নিহত ফরিদ আহমেদ উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া গ্রামের মৃত কলিমুদ্দীনের ছেলে। তিনি ওই গ্রামের ইতালি প্রবাসী তাহেরের বাড়ির কেয়ারটেকার ছিলেন।
নিহতের স্ত্রী নাছিমা আক্তার বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ শনিবার বিকেলে বাড়িতে আনা হয়েছে। রবিবার লাশ দাফন করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আবুল হাশেম ও তার ছেলে মামুনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, হত্যা কান্ডের ছয় ঘন্টার মধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করেছি। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।