ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

স্কুল কমিটির নির্বাচন: ম্যাজিস্ট্রেটের সামনে দুই ভোটারকে মারপিট

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দুই অভিভাবক সদস্যকে গণপিটুনি দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সারাদিন উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষের সভাপতি প্রার্থী সংসদ সদস্য মমতাজ বেগমের পক্ষে স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারপিট করে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ায় প্রিসাইডিং অফিসার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন স্থগিত করেন।

গত ১৮ জুলাই ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে ভোটের মধ্য দিয়ে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমানের সমর্থকদের সঙ্গে সংসদ সদস্য মমতাজ বেগমের সমর্থকদের বিরোধ চলছিল।

রোববার (২৪ জুলাই) ছিল সভাপতি পদে নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী দেওয়ান সাইদুর রহমান ও সংসদ সদস্য মমতাজ বেগম উপস্থিত না থাকলেও ছাত্রলীগ নেতারা সংসদ সদস্য মমতাজ বেগমের নাম ঘোষণা করেন।

দুপুর ১টার পর দুপক্ষের লোকজন বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পুলিশ দুপক্ষের লোকজনকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দেয়ার সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।

এরপর বিকেল ৩টার দিকে ৯ জন সদস্যের মধ্যে ৭ জনের উপস্থিতিতে উপজেলা শিক্ষা অফিসের সুপারভাইজার প্রিসাইডিং অফিসার কামরুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য সভা শুরু করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিভাবক সদস্য মহিউদ্দিন মঞ্জু ও মিজানুর রহমানকে বিদ্যালয়ে তৃতীয় তলা থেকে নিচতলা সভাকক্ষে নিয়ে আসার সময় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি জামায়াত স্লোগান দিয়ে দুই অভিভাবক সদস্যকে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে বিদ্যালয়ে একটি কক্ষে নিরাপদ স্থানে নিয়ে যায়।

কিছুক্ষণ পর হরিরামপুর উপজেলা ভূমি কর্মকর্তা তপসী রাবেয়া এসে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের নেতাকর্মীসহ বহিরাগতদের বের করে দেন। এরপর প্রিসাইডিং অফিসার সভা শুরু করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় তিনি নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

এদিকে দুপক্ষের উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হন সিংগাইর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল হক ও র‌্যাবের সদস্যরা। এরপর দুপক্ষের সমর্থকদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দেয়া হয়।

হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, কয়েকদিন ধরেই সংসদ সদস্য মমতাজ বেগমের পক্ষের লোকজন ও পুলিশ ম্যানেজিং কমিটির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। নির্বাচনের দিন ম্যাজিস্ট্রেটে ও পুলিশের উপস্থিতিতে সংসদ সদস্যের লোকজন দুজন অভিভাবক সদস্যকে মারধর করেন। নির্বাচনের পরিবেশ না থাকায় প্রিসাইডিং অফিসার নির্বাচন স্থগিত করেছেন।

এদিকে সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও নির্বাচিত সদস্যরা তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন। কিন্তু তিনি নিজে ওই বিদ্যালয়ে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেননি। বিদ্যালয়ে দুর্নীতি ঠেকাতে হয়তো তার নাম প্রস্তাব করা হয়েছে। 

তিনি আরও বলেন, চারজন অভিভাবক সদস্যসহ ৯ জন ভোটার গণতান্ত্রিকভাবে যাকে সমর্থন করবেন তিনিই সভাপতি হবেন।