ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হোমনায় ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২  

কুমিল্লার হোমনায় মো. সালাহ উদ্দিন জহির নামে এক ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে দৃর্বত্তরা নৃশংসভাবে খুন করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ী উপজেলার ঘনিয়ারচর গ্রামের মো. রেণু মিয়ার ছেলে।

নিহতের বড় বোন পারুল আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাই সালাহ উদ্দিন জহির ওয়াইফাই লাইনের সংস্কার কাজের জন্য দুলালপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর রাত আটটার দিকে তারা খবর পান তার ভাইকে দুর্বৃত্তরা হত্যা করে উপজেলার কলাগাছিয়া স্টিল ব্রিজে ফেলে রেখেছে। পরে তার বড় ভাই আরশাদ মিয়া বাড়ির লোকজন নিয়ে জহির উদ্ধার করতে কলাগাছিয়া স্টিল ব্রিজের দিকে রওনা হলে, দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের ধাওয়া করে। এরপর তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে প্রায় ৪০ মিনিট পর তারা জহিরকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের বোন পারুল আক্তার আরো জানান, কারা তাকে হত্যা করেছে হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর তার ভাই তাদের কাছে সব বলে গেছেন এবং সেগুলো মোবাইলে রেকর্ড করা হয়েছে। 

তিনি জানান, একই গ্রামের মোকবল পাঠান, জালাল পাঠান, বাছির, ইয়াছিন, সেলিম, রিফাত, শেখ ফরিদ, সুমন, বায়েজিদ, ছাব্বির, সৈকতসহ ২০-৩০ জন মিলে তাকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে তার ভাইকে মৃত ভেবে ফেলে গেছে।

পারুল আক্তারের অভিযোগ খুনিরা তার ভাইকে হত্যা করে রাতে এলাকায় এসে আতশ বাজি ফুটিয়ে আনন্দ ফুর্তি করে এবং বলতে থাকে এবার সব শেষ করে দিয়েছি। তিনি বিলাপ করতে করতে তার ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের বড় ভাই  আরশাদ মিয়ার অভিযোগ গত ইউপি নির্বাচনে আছাদপুর ইউনিয়নে তারা আওয়ামী লীগ প্রার্থী ছিদ্দিকুর রহমানের নির্বাচন করার কারণে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জালাল পাঠান ও স্বতন্ত্র প্রার্থী তার ভাতিজা মোকবল পাঠানদের সঙ্গে তাদের শত্রুতা সৃষ্টি হয়। এ কারণে তারা তার ভাইকে খুন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাহিদা সিকদার জানান, রাত ৯টার দিকে মো. সালাহ উদ্দিন জহির নামে একজন মারাত্মক আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। রোগির শরীরের বেশিরভাগ অংশেই জখম ছিল। বলা যায় দুই পা ও দুই হাত প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতই, ঘাড়েও ধারাল অস্ত্রের আঘাত রয়েছে, হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন ছিল। প্রচুর রক্তক্ষরণের কারণে রোগির শরীর ঠান্ডা ও নিস্তেজ ছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, লাশ ঢাকা মেডিকেল থেকে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ খুনের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।