ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

২০ টাকা বকশিশ নিয়ে মারামারি, বরসহ পাঁচজন কারাগারে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

নীলফামারীর ডোমারে বর-কনেপক্ষের মালা পরার বকশিশের টাকা নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ডোমারের হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বরের নাম রবিউল ইসলাম। ২৫ বছর বয়সী রবিউল জলঢাকা উপজেলার ধর্মপাল তহশিলদারপাড়ার মজির উদ্দিনের ছেলে। কনে লিমা আক্তার জামাতপাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

আটক অন্যরা হলেন- বরের চাচা ৫৫ বছরের মনছুর আলী, মনছুর আলীর দুই ছেলে ২৩ বছরের মঞ্জুরুল ইসলাম, ২০ বছরের আলীমুল ইসলাম ও পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার জহুর আলীর ছেলে ২৮ বছরের আল-আমীন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে বর রবিউলকে মালা পরিয়ে বরণ করে নেয় কনেপক্ষ। এ সময় ২০ টাকা বকশিশ দেন রবিউল। এত কম টাকা বকশিশ দেওয়ায় কনেপক্ষ নিতে অপারগতা জানায়। বরপক্ষের লোকজন বকশিশের পরিমাণ বাড়াতে না চাইলে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।

একপর্যায়ে মারধর হয়। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করেও সমাধান করা সম্ভব না হলে সোমবার ভোর ৫টার দিকে বরসহ পাঁচ বরযাত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ।

কনের বাবা আজিজুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন বিয়েতে এসে মারামারি করেছে। আমাদের বাড়িতে এসে তারা দিন এমন আচরণ করে, তাহলে তাদের বাড়িতে আমার মেয়ে গেলে আরো খারাপ ব্যবহার করবে।

তিনি আরো বলেন, বরযাত্রী আসার আগে বরপক্ষ আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। বিয়ের আয়োজনে আরো এক লাখ টাকা খরচ হয়েছে। আমি গরিব মানুষ। আমার জমানো সব টাকাও শেষ। এখন আমার মেয়েকে নিয়ে কী করব?

তবে বরপক্ষ সমঝোতা করে বিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করেছে। কিন্তু কনের বাবা রাজি হননি বলে জানিয়েছেন ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিয়েতে বর ও কনেপক্ষের মধ্যে গণ্ডগোল হলে পাঁচজনকে আটকের পর সোমবার কারাগারে পাঠানো হয়েছে।