ব্রেকিং:
জিয়াউর রহমান যেভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে চেয়েছি চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ধর্ম অবমাননা কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ’ ফুলবাড়িতে সীমান্তে ঢুকে বিএসএফের গুলিবর্ষণ অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে পুলিশ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান রাতেই কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিন্ডিকেটের থাবা প্রাণিখাদ্যের বাজারেও কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ আজ বিশ্ব মা দিবস চাঁদপুরে মন্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আলোচনায় নাজিম কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

২১ আগস্টের মিছিলে যেতে বাধা, মেম্বারের মোটরসাইকেলে আগুন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২  

২১ আগস্টের মিছিলে যেতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরতলির ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানে দুপুর আড়াইটার দিকে যোগ দেন ধর্মপুর এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় দুর্গাপুর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশারকে মিছিলে যোগ দিতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবদুল হান্নান সোহেল।

খবর পেয়ে যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল ও ফখরুল ইসলাম রুবেল মেম্বারের নেতৃত্বে ইউপি সদস্য আবদুল হান্নান সোহেল অনুসারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যান। এসময় বিক্ষুব্ধ কর্মীরা ইউপি মেম্বার সোহেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

jagonews24

এ বিষয়ে যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল জানান, ইউপি মেম্বার সোহেল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক গ্রুপের লোক। দুপুরে আওয়ামী লীগ কর্মী আবুল বাসারের ওপর হামলা করেন তিনি। খবর পেয়ে আমাদের কর্মীরা ধাওয়া দিলে সে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ কর্মীরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল হান্নান সোহেলকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।