ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

গতকাল মঙ্গলবার ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন যাত্রা করা আওয়ামী লীগ ৭১ বছর পূর্ণ করল মঙ্গলবার। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও দেশবাসীর কল্যাণ কামনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দলটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মোনাজাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

নেত্রকোনায় : শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার। এ সময় উপস্থিত ছিলেন আ'লীগ নেতা মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট দীপক ধর গুপ্ত ও আবুল হাসেম প্রমুখ।

চুয়াডাঙ্গা : সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন। পরে জেলা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

সাভার : দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার উয়াসিল উদ্দিন সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করেন ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় ইউপি সচিব মীর আব্দুল রারেক, ছাত্রলীগ নেতা সুমন ইমতিয়াজ, আবির মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর : সকাল সাড়ে ৯টায় শহরের থানা মোড় আ'লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা যুদ্ধে শহিদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আ'লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। উপস্থিত ছিলেন আ'লীগ নেতা শামসুল হক ভোলা, নাজমুল ইসলাম খন্দকার লেভী, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোলস্না প্রমুখ।

মেহেরপুর : সকাল সাড়ে ৮টায় দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসবভনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আ'লীগের সহসভাপতি আব্দুল হালিম ও দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক এমএ খালেক। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ'লীগের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় আ'লীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ইব্রাহীম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা : জেলা কার্যালয়ে সীমিত পরিসরে দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোলাম ফারুক প্রিন্স এমপি। এ সময় উপস্থিত ছিলেন আ'লীগ নেতা সরদার মিঠু আহমেদ, হিরোক হোসেন, কামরুজ্জামান রকি, যুবলীগ নেতা শরীফ উদ্দিন প্রধান, মোস্তাক আহমেদ, ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : শহরের শহিদ তুলশীরাম সড়কস্থ নিজস্ব দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলিম, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক মোহসিনুল হক, আ'লীগ নেতা প্রকৌশলী রাশেদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজম আলী সরকার, তাঁতীলীগ নেতা মোস্তফা কামাল, মাসুদুর রহমান লেলিন, যুবলীগ নেতা ঈশা মিঠু প্রমুখ।

চিলমারী (কুড়িগ্রাম) : উপজেলা শাখা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার। এদিকে ছাত্রলীগ নেতা বদিউজ্জামান বদরুল, শফিকুল ইসলাম মিজান, মিনহাজুল ইসলাম মিঠু প্রমুখ চারা রোপণ করেন।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মঙ্গলবার দুপুরে উপজেলার এম রহমান কমপেস্নক্সে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, আ'লীগ নেতা জুয়েল লস্কর, যুবলীগ নেতা মুনছুরুল আলম কুতুব, সৈকত খান, ফারুক মৃধা, রবিন সিকদার, জাকির হোসেন প্যারট, ইব্রাহীম হোসেন বাবু, মাহাবুব আলম বিদু্যৎ, সুজন শিকদার ও পলাশ হোসেন।

ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি এসএম ওয়ারেজ নাইম, আ'লীগ নেতা বিশ্বজিৎ রায়, মজিবুর রহমান প্রমুখ।

শিবচর (মাদারীপুর) : সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, মেয়র আওলাদ হোসেন খান, আ'লীগ নেতা তোফাজ্জেল হোসেন তোতা খান, যুবলীগ নেতা ইলিয়াস পাশা, খায়রুজ্জামান খান প্রমুখ।

শিবপুর (নরসিংদী) : উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল প্রমুখ। এছাড়া জহিরুল হক ভূঞা মোহন এমপি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোলস্নার পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : সকাল ১০টায় নাচোল বাজার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন উপজেলা আ'লীগ সভাপতি ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসরাইল হক, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এবং মেয়র আব্দুর রশিদ।

পোরশ (নওগাঁ) : প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগ সভাপতি আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী, আ'লীগ নেতা ওবাইদুলস্নাহ শেখ, মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদুল হাসান খোকন প্রমুখ।

নিকলী (কিশোরগঞ্জ) : উপজেলার গুরুই ইউনিয়ন আ'লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আ'লীগ নেতা গোলাম রহমান গোলাপ, যুবলীগ নেতা জাকির হোসেন, ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ দাস প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) : সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আ'লীগ নেতা সেকেন্দার আলী, মুন্সী নাসির উদ্দীন প্রমুখ।

লংগদু (রাঙামাটি) : লংগদুতে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকার। এ সময় আ'লীগ নেতা বাবুল দাশ বাবু, মোশাররফ হোসেন, তানিয়া আফরোজ হাওয়া, শাহাদাৎ হোসেন শিপু, ফারুক হোসেন, সাদেক হোসেন, আনিস প্রমুখ।

চিরিরবন্দর (দিনাজপুর) : চিরিরবন্দরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, আ'লীগ নেতা ছানোয়ার হোসেন ও মহাদেব সাহা।